- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্রাহকের উপর নজরদারিতে সৌদি মোবাইল কোম্পানীর এক প্রাইভেসি এ্যাডভোকেসির সাহায্য কামনা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, বাক স্বাধীনতা

সৌদি আরবের দ্বিতীয় বৃহৎ মোবাইল কোম্পানী মোবিলি, যোগাযোগ প্রযুক্তির প্রাইভেসি অ্যাপ্লিকেশনের উপর নজরদারির ক্ষেত্রে সাহায্যের জন্য এক প্রাইভেসি অ্যাডভোকেসির (গোপনীয়তা অ্যাপ্লিকেশনে বিষয়ক গবেষক/ পরামর্শদাতা) সাথে যোগাযোগ করে।

মার্চে সৌদি যোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি বিভাগ, হোয়াটসএ্যাপ, স্কাইপি এবং অন্য সব অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে, যে সব অ্যাপ্লিকেশন কিনা সৌদি আইনের সাথে খাপ খায় না [1] (যে আইনে গ্রাহকের উপর নজরদারিও অর্ন্তভুক্ত) করে), আর তারা এই বিষয়ে সমাধানে আসার জন্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে একটি সুনিদিষ্ট তারিখ প্রদান করে এবং এগুলো বন্ধ করে দেওয়ার জন্য একটা নিদৃষ্ট সময় সীমা বেঁধে দেয়। আমেরিকার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন ডেভলপার মোক্সি মার্লিনস্পাইক [2], সৌদি কোম্পানী মোবিলির সাথে হওয়া এক ইমেইল বিনিয়ম প্রকাশ করে, যার মধ্যে দিয়ে উঠে আসে যে এই ক্ষেত্রে মোবিলি সাহায্যের অনুসন্ধান করছে।

মোবিলির নিরাপত্তা বিভাগের প্রধান মোক্সি মার্লিনস্পাইককে রাজী করানোর জন্য এই ইমেইলে প্রচ্ছন্ন হুমকি প্রদানকারী বাক্য ব্যবহার করে:

যদি আপনারা এই বিষয়ে আগ্রহী না হয়ে থাকেন, তাহলে তাহলে আপনারা পরোক্ষভাবে তাদের সাহায্য করছেন যারা তাদের নির্মম কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাকে বিনষ্ট করছে।

মার্লিনস্পাইক এই অনুরোধটি প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং আর তা সৌদি টুইটার ব্যবহারকারীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। যখন তা সবার চোখে ধরা পড়ে, তখন সে এটিকে আরবি ভাষায় টুইট করার সিদ্ধান্ত গ্রহণ করে:

شكرًا للكلمات اللطيفة والتسجيعات من السعودية. كنو دائما بصوت عالي عندما يحاولون اسكاتكم. #موبايلي_تتجسس_على_الشعب

@মোক্সি [3]: সৌদি আরব থেকে আসা এই বিনম্র ভাষা এবং উৎসাহের জন্য ধন্যবাদ। যখন তারা আপনাকে নিরব করে দিতে চায়, তখন কন্ঠস্বর জোরালো করুন

A line of people outside a Mobily office in Medinah, Saudi Arabia on October 16, 2012. Photo by Kashif Aziz.(CC-BY-Attribution 2.0 Generic) [4]

১৬ অক্টোবর ২০১২ তারিখে সৌদি আরবের মদিনা শহরের মোবিলি অফিসের সামনে একদল জনতা, ছবি কাশিফ আজিজ-এর (সিসি বাই-এ্যাট্রিবিউশন ২.০ জেনেরিক)

অনেকে এই প্রতিষ্ঠানটিকে বয়কট করার আহ্বান জানায় এবং অন্যাদের মতে তাদের সমস্যার মূলে যা সেই, স্বৈরশাসন এবং দমন-এর মত বিষয়ের সমালোচনা করে। #موبايلي_تتجسس_على_الشعب [আরবী ভাষায়] নামক এই হ্যাশট্যাগের মাধ্যমে তারা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে। যার মানে হচ্ছে মোবিলি নাগরিকদের উপর গোয়েন্দাগিরি করছে।

সৌদি নাগরিক ফারিস আবালখালিল এই সংক্রান্ত আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছে :

الحل هو ليس فقط تغيير مزود الخدمه اذا تبت #موبايلي_تتجسس_على_الشعب بل المطالبه بسن قوانين تحمي خصوصيتنا وتجرم مثل هذه الأفعال #السعودية

@ফারিসআবালখালিল [5]: কেবল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাল্টে ফেলার মধ্যে দিয়ে এর সমাধান সম্ভব নয়, তার চেয়ে বরং আইন পরিবর্তনের দাবী করি যা কিনা আমাদের গোপনীয়তা রক্ষা করবে এবং এই ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করবে।

বান্দার আল আমরি এবং অন্য অনেকে এই ধরনের প্রচেষ্টার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করছে:

#موبايلي_تتجسس_على_الشعب لذلك يجب معاقبتهم .. و معاقبة من أمرهم بذلك يا # وزارة_الداخلية

@জাজিলবার্ড [6]: # মোবিলি নাগরিকদের উপর গোয়েন্দাগিরি করছে-আর এই কারণে তাদের এবং যে এই হুকুম দিয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর শাস্তি হওয়া প্রয়োজন।