ওমার কাতিফান, ১৪ বছরের এক মিডিয়া একটিভিস্ট, ২১ মে ২০১৩ তারিখে সিরিয়া-জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ দাআরা আল বালাদ নামক এলাকায় সিরীয় আর্মি এবং বিদ্রোহী ফ্রি আর্মির মধ্যে চলা সংঘর্ষে নিহত হয়েছে। .
তরুণ প্রচার মাধ্যম প্রকল্প সিরিয়ান ডকুমেন্ট, ওমার কাতিফানের মৃত্যু বিষয়ে সংবাদ প্রদান করে এবং সিরীয় সংবাদ ব্লগ ইয়াল্লা সোরিয়া তাকে “সিরিয়ার আত্মা” বলে অভিহিত করেছে।
সিরিয়ার এই সংঘর্ষ এবং একই সাথে আরব বিশ্বের যেখানে আরব বসন্ত সংঘঠিত হয়েছে সেখানে নাগরিক সাংবাদিকদের স্থানীয় পর্যায় থেকে তুলে ধরা সংবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের কাছে বিপ্লবের কাহিনী তুলে ধরার সময় এদের অনেককে গ্রেফতার করা হয়, তাদের উপর অত্যাচার চালানো হয় এবং এমনকি এদের কাউকে কাউকে হত্যা করা হয়।
এই সংঘর্ষে শিশুদেরও চরম মূল্য প্রদান করতে হয়েছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত হাজার খানেক শিশু নিহত হয়েছে।
আরেক ভিডিও একটিভিষ্ট নিহত হবার পর কাতিফানের ভিডিও ধারণ করে। সিরিয়ানডেজঅফরেজেস এই ভিডিওর ফুটেজ ইউটিউবে পোস্ট করেছে [গ্রাফিক ভিডিও]:
http://youtu.be/R4Bk6XHktsQ/embed]