ফিলিস্তিনঃ গাজা বাসীরা পেল কেএফসি’র স্বাদ

সাত ঘন্টা অপেক্ষা করার পর কেনটাকি ফ্রাইড চিকেন পেয়েছেন বলে ফিলিস্তিনির গাজা থেকে আনাস হামরা অভিযোগ করেছেন। সাম্প্রতিক নিউ ইয়র্ক টাইমস তার গল্প নিয়ে প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে, গাজাবাসীরা মিশরের আল-আরিশ থেকে তাদের কেএফসি’র সরবরাহ পাচ্ছেন, যেগুলো গোপন টানেল মাধ্যমে চোরাচালানি হয়ে এসেছে।

খাবারের অর্ডার দেবার পর, তিনি [আরবী ভাষায়] রসিকতা করেছেন:

راحت علينا الكنتاكي الحكومة صادرت وجبتي يفضح عرظها

@আন্সরেডঃ আমরা আমাদের কেনটাকি খাবার হারিয়েছে। সরকার এটি বাজেয়াপ্ত করেছে, এটা [সরকার] কি কুতসা রটনা করতে পারে?

তিনি আরও যোগ করেছেনঃ

تم الإفراج حسب الإتصال عن 100 وجبة كنتاكي من لجنة الأنفاق التابعة لحكومة حماس الان وجبتي قادمة تباً خوفتيني عليكي يا وجبة!

@আন্সরেডঃ আমি ফোনে বলেছি যে ১০০ কেনটাকি খাবার এখন হামাস সরকারের টানেল কমিটি ছাড় দিয়েছে এবং আমার খাবার আসছে। আমি আমার খাবার নিয়ে চিন্তিত।

Anas Hamra, from Gaza, claims he got his KFC after a seven hour wait

গাজার আনাস হামরা জানিয়েছেন যে তিনি ৭ ঘন্টা অপেক্ষা করে কেএফসির খাবার পেয়েছেন।

তিনি আরও বলেছেনঃ

@আন্সরেডঃ আমি এখনও অপেক্ষায় আছি। আসলে এটা আমার আগামীকালের সকালের নাস্তা! দীর্ঘশ্বাস!!

অবশেষে যখন তিনি তার খাবার পেলেন, হামরা এর ছবি টাম্বলার এবং ইন্সটোগ্রাম দুটোতেই শেয়ার করেছেনঃ

ইন্সটোগ্রামে তার পোস্ট বাস্তব ছিল কিনা তা অনেকেই প্রশ্ন তুলেছেন। তিনি যে প্রকৃতপক্ষে একটি পরিবার আকারের কেএফসি খাবারের আদেশ দিয়েছিলেন সেটি হামরা নিশ্চিত করেছেন। খাবারের বিষয়ে তাঁর মূল্যায়ন কি?

মিশরীয় কেএফসি’র মতোই তবে ঠান্ডা।

গাজা থেকে মোহাম্মদ হাসনা টুইট করেছেন [আরবী ভাষায়]:

أكل الكنتاكي علينا حق #غزة

@ইমপালেস্টানিয়ানঃ কেন‌টাকি খাওয়া আমাদের অধিকার #গাজা

এবং মাইকেল হেটন বিদ্রূপ করেছেনঃ

@মাইকেলহেটন৫ঃ গাজাতে কেন্টাকি ফ্রাইড চিকেন? সেই লোকেরা যথেষ্ট কষ্ট ভোগ করে না?

যাইহোক, সরবরাহ সেবা দেওয়া প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পাতায় আপাতত এই সেবা প্রদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেঃ

زبائننا الاعزاء : تم ايقاف طلبيات الكنتاكي وذلك لظروف خارجة عن ارادتنا… شكرا لاهتمامكم جميعا بهذا الموضوع

প্রিয় গ্রাহক,

কেনটাকি সরবরাহ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে থাকায় বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে আগ্রহের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

অন্তত:পক্ষে  হামরা  তার কেএফসি পেয়েছেন এবং টুইট ও ইন্সটোগ্রামে তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .