মেক্সিকো এবং কোস্টারিকা সফরে প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২ মে তারিখে মেক্সিকো এবং কোস্টারিকা সফর শুরু করেছেন। এই সফরের মূল উদ্দেশ হচ্ছে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা, যার মধ্যে রয়েছে বাণিজ্য ও অর্থনৈতিক সম্প্রসারণ ও শক্তির সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি নিরাপত্তা, অভিবাসন, সরকার ও অবৈধ মাদক পাচার নিয়ন্ত্রণ বিষয় গুলোও গুরুত্ব পাবে। এই সফরের মাধ্যমে ওবামা মেক্সিকোয় তার চতুর্থ সফর সমাপ্ত করবেন।

প্রেসিডেন্ট ওবামা এমন একটি সময়ে তাঁর এই সফর শুরু করলেন যখন অভিবাসন আইন সংস্কারের সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওয়াশিংটনে ১ কোটি ১০ লক্ষের অধিক অনিবন্ধিত অভিবাসীর বৈধতা প্রদানের অনুমতি দেওয়া যেতে পারে বলে আলোচনা চলছে। এ জন্য সফর শুরুর পূর্বে, হোয়াইট হাউসে কয়েক ডজন হিসপ্যানিক নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এই আলোচনার বিষয় ছিল সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন, যেটি মার্কিনরা তাঁদের লাতিন আমেরিকান প্রতিবেশীদের সঙ্গে রক্ষণাবেক্ষণ করে।

El Presidente Barack Obama inicia su periplo por México y Costa Rica. Foto de Flickr/jamesomalley (CC BY 2.0)

প্রেসিডেন্ট বারাক ওবামা মেক্সিকো এবং কোস্টারিকায় তাঁর সফর শুরু করেছেন। ছবি ফ্লিকার/জেমসোমালায় (সি সি বাই ২.০) থেকে সংগৃহীত। 

এই সফরে যে শুধুমাত্র নিরাপত্তার বিষয়গুলোতেই মনোযোগ দেওয়া হবে না, সে ব্যাপারে অনেক বিশ্লেষক সম্মত হয়েছেন। মেক্সিকো গত বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং এর পাশাপাশি সে দেশে মধ্যবিত্তদের উত্থান এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধির বিষয়টি আলোচনাও হবে তাঁর এই সফরের অন্যতম আকর্ষণের কেন্দ্র। পররাষ্ট্র নীতির একটি সাম্প্রতিক নিবন্ধ অনুযায়ী, মাফিয়া “বিগ ফিশ” যেমন জকুইন “এল চ্যাপ” গুযম্যান ধরতে মেক্সিকো বর্তমানে মার্কিন সামরিক সেবা ব্যবহার করা কমিয়ে দিয়েছে।

মেক্সিকান মার্থা ডেলগাডো’র (@মার্থাডেলগাডো) [স্প্যানিশ ভাষায়] মত কিছু টুইটার ব্যবহারকারি, ওবামার সফরের পূর্বে তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেনঃ

@marthadelgado: Costa Rica pedirá inversión en energías limpias al presidente Obama…¿serán energías limpias tema en la visita de Obama a México?

@মার্থাডেলগাডোঃ কোস্টারিকা পরিচ্ছন্ন শক্তি বিনিয়োগের জন্য প্রেসিডেন্ট ওবামাকে অনুরোধ জানাবে… ওবামার মেক্সিকো সফরে পরিষ্কার শক্তি কি একটি বিষয় হতে পারে?

আঞ্জেলিকা ফেরনান্দেয (@ওয়েআঞ্জেলিকা) [স্প্যানিশ ভাষায়] একই মত পোষণ করেন:

@OyeAngelica: #Latinoamerica México recibe a Obama con la esperanza de definir una nueva relación estratégica http://bit.ly/18npnwY

@ওয়েআঞ্জেলিকাঃ #Latinoamerica [লাতিন আমেরিকা] মেক্সিকো ওবামাকে একটি নতুন কৌশলগত সম্পর্কের আশায় গ্রহণ করেছে http://bit.ly/18npnwY [স্প্যানিশ ভাষায়]

ব্লগটিকো ডট কম (@ব্লগটিকো) অনুযায়ী, অর্থনীতি হবে আলোচনার প্রাথমিক বিষয় [স্প্যানিশ ভাষায়]:

@blogtico: Según la Casa Blanca: la visita de Obama a México y Costa Rica tendrá acento económico http://goo.gl/w2Y18  #costarica

@ব্লগটিকো: হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী: ওবামার মেক্সিকো এবং কোস্টারিকা সফরে অর্থনৈতিক বিষয়ে জোর দেওয়া হবে http://goo.gl/w2Y18  [স্প্যানিশ ভাষায়] #কোস্টারিকা

রাজরের (@হালে_রাজর) মত অন্যরা যুক্তি দিয়েছেন, অন্যান্য দেশের অর্থনীতির চেয়ে স্থানীয় অর্থনীতির জন্য প্রেসিডেন্ট ওবামার আরও কাজ করতে হবে।

@হালে_রাজরঃ মধ্য আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য ওবামা মে মাসে মেক্সিকো ও কোস্টারিকা সফর করছেন। তিনি এখানে সেটার চেষ্টা করতে পারেন। #tcot

পাবলো ভেন্তসোর মত (@ব্লিটো-আমারগো) [স্প্যানিশ ভাষায়] অন্যরাও ওবামার সফর সম্পর্কে খুব  আশাবাদী নয়:

@blito_amargo: Obama sobre viaje a México y Costa Rica: “Queremos asegurarnos de que nuestro hemisferio esté más integrado” Ojalá y hable del cerebral

@ব্লিটো-আমারগোঃ মেক্সিকো এবং কোস্টারিকা সফরে ওবামা: “আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের গোলার্ধ আরো সমন্বিত”।

মারিয়া হিলারিয়া মাক্স (@মারিয়াম্যাশেরারা) [স্প্যানিশ ভাষায়] যুক্তি দিয়েছেন যে, ভেনেজুয়েলার উপাদেয় প্রসঙ্গটি ভ্রমনের সময় আলোচনা করা হবে:

@mariamasherrera: Obama espera abordar el tema de la situación política de Venezuela en su gira por Latinoamérica http://www.noticias24.com/venezuela/noti… vía @noticias24

@মারিয়াম্যাশেরারাঃ ওবামা ল্যাটিন আমেরিকায় ভ্রমনের সময় ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলার আশা করেন। http://www.noticias24.com/venezuela/noti… [স্প্যানিশ ভাষায়] @noticias24 [নিউজ২৪] হতে।

ডিজাইর রাইভস (@ডিজাইররাইভসরুই) [স্প্যানিশ ভাষায়], ভেনিজুয়েলার সম্ভাব্য বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেনঃ

@DesireeRivasRui: Quien le dijo a Obama q aborde el tema de Venezuela en su gira por latinoamérica? Ojalá nuestros hermanos no c presten para este tema interno

@ডিজাইররাইভসরুইঃ ল্যাটিন আমেরিকা সফরে ওবামা ভেনিজুয়েলা বিষয়ে আলোচনা করবেন, এ কথা কে বলেছে? আশা করছি আমাদের ভাইয়েরা এই অভ্যন্তরীণ ইস্যু নিয়ে মাথা ঘামাবেন না।

ওদিকে পলিটিকো ইনকারেক্টোর মত অন্যান্য টুইটার ব্যবহারকারীদের [ভুল রাজনীতি] (@এল_ইনকারেক্টো_) [স্প্যানিশ ভাষায়], ওবামার প্রতিরক্ষা বিষয় টেনে এনেছেনঃ

@El_incorrecto_: Que fácil es echarle la culpa a Obama de todo los males de Latinoamérica. Que difícil es asumir responsabilidades y trabajar.

@এল_ইনকারেক্টো_: ল্যাটিন আমেরিকার সব সমস্যার জন্য ওবামাকে দায়ী করা কত সহজ! দায়িত্ব এবং কাজের অনুমান করা কত কঠিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .