- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

লেনিন প্যালাডিনসঃ ইকুয়েডরের বিজ্ঞান কল্পকাহিনী

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ইকুয়েডর, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি, সাহিত্য, ব্লগার প্রোফাইল

লোজার তরুণ লেখক লেনিন প্যালাডিনস তাঁর বৈজ্ঞানিক কল্পকাহিনীর ব্লগে [1][স্প্যানিশ] এ লেখার প্রতি তাঁর অনুরাগকে সমুন্নত রেখে তরুণদের পাঠাভ্যাসে উৎসাহ জোগাচ্ছেন।

২০১০ সালে তিনি  ১৯ বছর বয়সে তাঁর প্রথম প্রকাশিত একমাত্র উপন্যাস এল ডাইওরিও দে লোরেঞ্জো (লোরেঞ্জোর ডায়েরি) –এর জন্য হাউজ অব ইকুয়াডোরিয়ান কালচার [2] [স্প্যানিশ] কর্তৃক প্রদত্ত এঞ্জেল ফেলিসিমো রোজাস পুরস্কার লাভ করেন। উনিভার্সিদাদ টেকনিকা পার্টিকুলার দে লোজা [3][স্প্যানিশ] বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল কম্যুনিকেশন এবং ইউনিভার্সিদাদ ন্যাশনাল দে লোজা [4] [স্প্যানিশ] এর আইন বিভাগের শিক্ষার্থী লেনিনের অনেক বই এখনো প্রকাশের অপেক্ষায় রয়েছে।

একজন লেখক ও ব্লগার হিসেবে লেনিনের জীবন, এবং তাঁর অভিজ্ঞতা নিয়ে আমরা তাঁর সাথে কথা বলেছি।

Lenin Paladines dialogando con global voices

লেনিন প্যালাডিনস গ্লোবাল ভয়েসেস-এর সাথে কথা বলছেন। ছবি জিনা ইউরি

গ্লোবাল ভয়েসেসঃ আপনার শৈশব কেমন ছিল?

Lenin Paladines: Mi mamá trabaja en una biblioteca. Ella siempre me llevaba allá. No me gustaba jugar con niños de mi edad sino encerrarme con los libros. Toda la vida he vivido rodeado de libros; desde ahí nace la cuestión de escribir.

লেনিন প্যালাডিনসঃ আমার মা গ্রন্থাগারে কাজ করতেন। সব সময় তিনি আমাকে সেখানে নিয়ে যেতেন। আমি আমার সমবয়সী শিশুদের সাথে খেলতে পছন্দ করতাম না। বই সাথে নিয়েই আমি ঘুমাতে পছন্দ করতাম। আমার সারাজীবন কেটেছে বই পরিবেষ্টিত অবস্থায়; এভাবেই আমি লেখালেখিতে আসি।

জিভিঃ লেখা আপনার কাছে কী অর্থ বহন করে?

LP: Es una forma de expresar lo que puedes, porque el problema de la mayor parte de las personas es no tener los medios para poderlo hacer, aprovechando la manera de contarles a los demás lo que uno tiene por dentro.

এলপিঃ আপনি কি পারেন সেটা প্রকাশের মাধ্যম হল লেখালেখি, কারন বেশিরভাগ মানুষই সেটা করতে পারেন না; এটা হল এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনার ভেতরে কি আছে সেটা সবাইকে জানাতে পারেন।

জিভিঃ চরিত্রগুলোকে কি আপনি বাছাই করেন নাকি চরিত্ররাই আপনাকে বাছাই করে?

LP: Uno tiene una idea, pero las cosas o los personajes van apareciendo a medida que se va trabajando, sin que se lo haya planificado la mayor parte del tiempo.

এলপিঃ আপনার একটা ধারনা থাকতে হবে, কিন্তু যখন আপনি কাজ করবেন তখন বিষয়গুলো বা চরিত্রগুলো হাজির হবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় কোন পরিকল্পনা ছাড়াই।

জিভিঃ লেখকের কাজ কি কখনো শেষ হওয়ার নয়?

LP: No es tanto que te dedicas a escribir, sino es ponerse a leer. Desde el punto de vista del lector nunca se va a terminar de leer. Sí, es interminable.

এলপিঃ লেখালেখির ক্ষেত্রে সেটা তেমন কিছু নয় কিন্তু পড়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা। একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে আপনি কখনোই পড়া বন্ধ করতে পারবেন না। হ্যা এটা কখনোই শেষ হওয়ার নয়।

জিভিঃ আপনি কী পড়েন?

LP: Novelas de ficción de Julio Verne. Ahora estoy leyendo bastante Lovecraft y Stephen King.

এলপিঃ জুল ভার্নের উপন্যাস। এখন আমি প্রচুর পড়ছি লোভাক্র্যাফট এবং স্টেফান কিং-এর উপন্যাস।

জিভিঃ প্রতিটা বইই কি আপনার জন্য রোমাঞ্চকর?

LP: Sí, cada libro te permite conocer lugares que nunca imaginaste y te permite sentir de alguna manera lo que ese escritor quiso dejarte en especial.

এলপিঃ হ্যা প্রতিটা বইই আপনাকে এমন এক জায়গায় পৌছে দেবে যার কথা আপনি কখনোই চিন্তা করেন নি এবং কোন না কোনভাবে আপনার ভেতর সেই অনুভুতি তৈরি করবে যে অনুভুতি বিশেষভাবে লেখক আপনার জন্য রেখে গিয়েছেন।

জিভিঃ একজন লেখক হিসেবে আপনার সবচাইতে পরিতৃপ্ত অভিজ্ঞতা কি?

LP: El poder incentivar la lectura en mis amigos y que estos me digan que les ha servido de algo.

এলপিঃ আমার বন্ধুদের মধ্যে পড়ার উৎসাহ জোগানো, তাঁরা আমাকে বলেছে এই উৎসাহ তাঁদের কাছে কোন না কোন ভাবে মুল্যবান।

জিভিঃ নতুন প্রযুক্তির আবিষ্কারে ছাপানো প্রকাশনা পড়া লোক ক্রমশঃ কমে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি ভাবেন?

LV: No es culpa de la tecnología. Es cierto que la gente no lee, pero para incentivar a la lectura es necesario hacer buen uso de la misma, buscar la manera atractiva de la tecnología para que las personas lean. Una forma es el hipertexto que se complementa con información extra a la lectura.

এলভিঃ এটা প্রযুক্তির কোন সমস্যা নয়,এটা সত্য যে লোকজন পড়ে না কিন্তু পড়াকে উৎসাহিত করে আমরা এর ভালো প্রয়োগ ঘটাতে পারি, লোকজন যাতে পড়ে সে জন্য আমাদের আকর্ষনীয় প্রযুক্তি খুজে বের করতে হবে। হাইপারটেক্সট হল একটা উপায় যার মাধ্যমে বাড়তি কিছু তথ্য দিয়ে পড়াকে সহায়তা করা যায়।

জিভিঃ পাঠের বিষয়ে লাতিন আমেরিকাতে কি ঘটছে বলে আপনি মনে করেন?

LP: Ecuador está mucho más atrás en comparación con otros países. En Guayaquil y en Quito hay clubes de lectura, en otros países son mucho más común. Es importante que las personas se den cuenta que leer es importante para poder avanzar.

এলপিঃ অন্যান্য দেশের সাথে তুলনা করার জন্য ইকুয়েডর এখনো অনেক পিছিয়ে আছে। গুইয়াকুইল ও কিটোতে পাঠচক্র আছে;  অন্যান্য দেশে এগুলো খুবই সাধারণ বিষয়। জনগনের এটা উপলব্ধি করা দরকার যে সামনে এগোতে চাইলে পড়াশোনা জরুরি।

জিভিঃ পাঠ সংস্কৃতির মানোন্নয়নে আপনার পরামর্শ কি?

LP: Tarde o temprano se darán cuenta que es necesario leer. Y otro es que los profesores deberían incentivar con el ejemplo en el ámbito de la lectura; necesitan forman profesionales integralmente completos, no sólo teóricos o formación técnica, que les permitan desarrollar otro tipo de competencias.

এলপিঃ আগে হোক কিংবা পরে হোক পড়ার গুরুত্বটা তাঁরা উপলব্ধি করতে পারবে। আরেকটা বিষয় হল পাঠের ক্ষেত্রে অধ্যাপকদের নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করা উচিত; তত্ব ও প্রাযুক্তিক প্রশিক্ষণের বাইরে তাঁদের সার্বিক পেশাদারিত্ব তৈরি করা প্রয়োজন, তাঁদের অন্যান্য দক্ষতারও উন্নতি ঘটানো উচিত।

Lenin keeps up his blog Este lugar… Donde el horizonte no es más que el principio de esa dimensión que nunca encontramos (This place… Where the horizon is no more than the beginning of that dimension that we never find) [5] [es], where he writes about science fiction, which is what he is most passionate about. He also reads and follows other blogs, like Tejiendo el mundo [6] [es], Raguniano el blog para el libre pensamiento [7] [es], El Blog de Laura [8] [es] y Fumamos de gorra, y no por necesidad [9] [es].

লেনিন এস্তে লুগার… দোন্দে এল হোরাইজন্তে নো এস মাস কিউ এল প্রিন্সিপিও দে এসাদিমেনসিও কিউ নুনকা এনকনত্রামোস (এই স্থান.. যে মাত্রিকতা আমরা কখনোই খুজে পাইনি সে দিগন্তেরও শুরুতে) [5] [স্প্যানিশ] নামের ব্লগে  বৈজ্ঞানিক কল্প কাহিনী লিখেন। বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখার প্রতি তাঁর অনুরাগ রয়েছে। এছাড়াও তিনি তেজিন্দো এল মুন্দো [6] [স্প্যানিশ], রাগুইয়ানো এল ব্লগ পারা এল লিব্রে পেন্সামিয়েন্তো [7] [স্প্যানিশ], এল ব্লগ দে লরা [8] [স্প্যানিশ], ফুমামোস দে গোররা, নো পোর নেসিসাদ [স্প্যানিশ] ব্লগ পড়েন ও সেগুলোতে লিখেন।

জিভিঃ ব্লগে লেখার সিদ্ধান্ত কেন নিলেন?

LP: Escribo regularmente columnas para un periódico de la ciudad, pero lamentablemente los periódicos tienen esquemas demasiado cuadrados y restringidos que no te permiten ir más allá, como por ejemplo escribir narrativa dentro de las columnas de opinión. Eso sumado a los problemas de límites en cuanto a la extensión de la escritura y sobre todo a la posibilidad de que más gente me lea me hizo decidirme a abrir un blog.

এলপিঃ আমি নিয়মিত শহরের একটি সংবাদপত্রে কলাম লিখতাম কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সংবাদপত্রগুলোর কিছু সীমাবদ্ধ দিক নির্দেশনা থাকে এবং তাঁরা এর বাইরে যেতে চায় না যেমন উদাহরণ স্বরূপ বলা যায় বর্ণনামূলক মন্তব্য কলাম লেখার ক্ষেত্রে লেখার আকারের একটা সীমাবদ্ধতা থাকে, তারপরেও অনেক লোক হয়তো লেখাটা পড়বে  সেরকম একটা সম্ভাবনা থেকে আমি ব্লগ শুরু করার সিদ্ধান্ত নেই।

জিভিঃ ব্লগ আপনাকে কিভাবে সাহায্য করে?

LP: Me ha ayudado en el sentido de aprender la responsabilidad de tener un blog. Actualmente cualquiera podría tener uno y escribir sobre lo que se le dé la gana sin ningún problema o filtro editorial, para eso es Internet. Pero la responsabilidad que tú tienes al estar tu nombre expuesto a que cualquiera lo revise y cualquiera critique tu trabajo hace que te fijes más en pequeños detalles y realices mejor tu trabajo.

এলপিঃ একটা ব্লগ থাকার দায়বদ্ধতা থাকার বিষয়টি উপলব্ধি করতে এটা আমাকে সাহায্য করে। কোন ঝামেলা ছাড়াই এবং কোন সম্পাদকীয় সংশোধন ছাড়াই যে কেউ তাঁর খুশীমত কোন কিছু ব্লগে লিখতে পারে- আর এ কারনেই ইন্টারনেট। কিন্তু দায়িত্বটা হল যে সেখানে আপনি নিজ নামে লিখছেন কাজেই যে কেউ সেটা পড়ে আপনার কাজের সমালোচনা করতে পারে। কাজেই ব্লগে লিখতে গেলে ভালো কাজ করতে হলে আপনাকে বিষয়বস্তুর উপর কম বেশী আলোকপাত করতে হবে।

জিভিঃ আপনার ব্লগের সুদূরপ্রসারী উদ্দেশ্য কি?

LP: Mantenerme escribiendo sobre todo, porque si uno no escribe se olvida de cómo hacerlo, y promover el hábito de la lectura entre los jóvenes.

এলপিঃ সর্বোপরি আমি লেখা চালিয়ে যাব কারন আপনি যদি সেটা না করেন তাহলে আপনি লিখতে ভুলে যাবেন এবং আমি তরুণদের পাঠাভ্যাস বাড়ানোকে উৎসাহিত করে যাব।

জিভিঃ যে সকল পাঠক এখনো আপনার ব্লগে আপনার লেখা পড়েননি তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি?

LP: Que en el blog podrán encontrar literatura joven interesante, original, que busca utilizar las bondades de las nuevas tecnologías para mejorar los niveles de lectura en los chicos.

এলপিঃ এ বল্গের মাধ্যমে তাঁরা তরুণদের কিছু আকর্ষনীয় ও মৌলিক সাহিত্য পাঠ করতে পারবে এতে করে নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারার পাশাপাশি তরুণেরা তাঁদের পাঠের মানের উন্নতি ঘটাতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপনের শেষ দিকে থাকা লেনিন শিক্ষা নিয়েও কিছু কাজ করছেন।

টুইটারে আপনি তাঁকে @এলভিপ্যালাদিনস [10] এ অনুসরণ করতে পারেন