জিজ্ঞাসাবাদের জন্য সৌদি মানবাধিকার কর্মীকে সরকারের তলব

এই প্রবন্ধটি সৌদি আরবে সংস্কারবাদীদের বিচার বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

 

সৌদি আরবের নাগরিক ও রাজনৈতিক অধিকার সংস্থার (এসিপিআরএ) সদস্য ওমার আল সাইদকে ২২ এপ্রিল তারিখে জিজ্ঞাসাদের জন্য দেশটির সরকার তলব করে এবং আগামী সপ্তাহে আবার হাজির হবার জন্য নির্দেশ প্রদান করে।

আল সাইদ, তার ভাই আবদুল্লাহ আল সাইদকে সাথে নিয়ে কাশিমে অবস্থিত সৌদি তদন্ত ও দমন বিভাগে যান। তার ভাই আবদুল্লাহ আল সাইদও এসিপিআরএ-নামক সংস্থার সদস্য। সেখানে ওমর এবং তার ভাই আবদুল্লাহ জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা আহমেদ আল তেহকারির মুখোমুখি হয়।

সেদিনের জিজ্ঞাসাদের পর্বটি আর অনুষ্ঠিত হয়নি। এর বদলে আল-সাইদিকে আগামি সপ্তাহে আবার আসতে বলা হয়। সাথে আল সাইদকে আরো সময় নিয়ে একজন আইনজীবী খুঁজে নিতে বলা হয়, যে তার সাথে থাকবে। তবে আগামী সপ্তাহে পুনরায় জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারিত হয়:

তদন্ত বিভাগে কি ঘটেছিল, তা নিয়ে টুইট করার কিছুক্ষণ পরে, কুয়েতের বাদার আল হারবি নামের এক আইনজীবী, তার টুইটারে ওমার আল সাইদের নাম উল্লেখ করেন।

@bhd1973: @181Umar
مستعد استاذ وبالخدمة

@বিএইচডি১৯৭৩:: @১৮১ওমর, তৈরী ও আপনাদের সেবায় প্রস্তুত

যখন আল সাইদকে তদন্ত ও দমন বিভাগে উপস্থিত হতে বলা হয়, সে সময় সৌদি আরবের নাগরিকরা # عمر_السعيد নামক হ্যাশট্যাগ চালু করে, যার অর্থ হচ্ছে ওমার আল সাইদ, যা কিনা তার প্রতি একাত্মতা প্রদর্শন করে করা।

আবদুল্লাহ আল মোগবেল টুইট করেছে :

@asmogbelt: تجريم نشطاء الحقوق ومن يمتهنون العمل السلمي ينذر بكارثة خطيرة عندما يصادق القضاة على كليشة المدعي العام الفتنة والتأليب.الخ #حسم #عمر_السعيد

@এ্যাজমোগবেল্ট: শান্তিপূর্ণ মনোভাবের এক একটিভিস্ট ও অধিকার আন্দোলন প্রবক্তা এক ব্যক্তিকে অপরাধী চিহ্নিত করা বিপজ্জনক এক বিপর্যয়, বিশেষ করে যখন প্রধান সরকারী আইনজীবী বহু ব্যবহৃত কোন ধারনা যেমন, মানসিক জটিলতা, ইত্যাদির মত বিষয়কে উল্লেখ করে।

তুর্কি টুইট করেছে:

@SAUDI_LIBERAL: أخبروا محمد بن نايف بأن سجونه ستمتلئ ولن يجد مكاناً للكم الهائل من المطالبين بالحرية والعدالة والحقوق لأن الشعب مل ببساطة
#عمر_السعيد #حسم

@সৌদি_ লিবারেল:মোহাম্মদ বিন নাইফকে [স্বরাষ্ট্রমন্ত্রী] বলুন যে কারাগার বন্দীদের দ্বারা পূর্ণ করা এবং যারা স্বাধীনতা, ন্যায় বিচার এবং অধিকার দাবী করছে এ রকম বিশাল সংখ্যক ব্যক্তিকে কারাগারে রাখার আর সে জায়গা পাবে না, কারণ এদের সংখ্যা অগুনতি।

ওমার আল সাইদের প্রতি সমন জারি করা করার বিষয়টি এসিপিআরএ-এর প্রতি ক্রমাগত পরিচালনা করা অভিযানের এক অংশ, যে সংগঠনটি কিনা সৌদি আরবে সবচেয়ে প্রতিশ্রুতিশীল অধিকার আদায় আন্দোলনকারী প্রতিষ্ঠান।
আল সাইদের আগে এসিপিআরএ-এর পাঁচজন সদস্যকে জেলে পাঠানো হয়েছিল- এরা হচ্ছে আবদুল্লাহ আল হামেদ, মোহাম্মদ আল খাতানি, সুলাইমান আল রুশদি,সালেহ আল আশওয়ান, এবং মোহাম্মদ আল বাজাদি। মেয়েরা শুনানি চলাকালীন সময়ে আদালতে উপস্থিত থাকতে পারবে না এই রায়ের বিরুদ্ধে আপত্তি জানানোর ফলে এসিপিআরএ-এর আরেকজন সদস্যকে কারাগারে আটক রাখা হয়েছে।

এই প্রবন্ধটি সৌদি আরবে সংস্কারবাদীদের বিচার বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .