ইয়েমেনের ১,০০০ মাইল সীমান্ত বেষ্টনী নিয়ে সৌদি আরবের বিতর্ক

সৌদি আরব তাঁর ইয়মেন সীমান্তে ১,০০০ মাইল দীর্ঘ একটি বেষ্টনী নির্মাণ করছে বলে এই মাসের শুরুর দিকে বিবিসি রিপোর্ট করে। সৌদি জাতীয় প্রেসে খবরটি সবে মাত্র রিপোর্ট করা হয়েছে। কিন্তু ইয়েমেনি প্রেসে এরই মধ্যে এটা ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছে।

এই উন্নয়ন সৌদি’র টুইটারে টানটান বিতর্ক তৈরি করেছিল। বেষ্টনীর সমর্থকবৃন্দ রাষ্ট্রের নিরাপত্তার জন্য এটি খুবই প্রয়োজন বলে উল্লেখ করেছেন। আবার এর বিরোধীরা বলেছেন, এটা ইয়েমেনি জনগণের উপর হবে কঠিন অবরোধ আরোপ করা।

সমর্থকরা উদাহরণ হিসেবে আমেরিকা-মেক্সিকো সীমান্তের বেষ্টনী’র কথা বলেছেন। ফাহাদ আল-রাশেদ টুইট করেছেন [আরবি]:

من حق أي دولة حماية نفسها من عصابات المخدرات وتهريب السلاح والمتسللين ،وأمريكا على سبيل المثال أقامت سياجاً مع المكسيك

@ফাহাদসিসিএক্সঃ মাদক এবং অস্ত্র পাচারকারি দলগুলো থেকে নিজেকে রক্ষার অধিকার যেকোনো রাষ্ট্রের রয়েছে। উদাহরণস্বরূপ, আমেরিকা তাঁদের মেক্সিকো সীমান্তে একটি বেষ্টনী নির্মাণ করেছে।

অন্য দিকে, কিছু ভিন্ন মত পোষণকারীরা বলেছেন, সেই অর্থ আরও ভাল উপায়ে ব্যয় করা যেতে পারে। আইনজীবী এবং অনলাইন কর্মী আব্দুল্লাহ আল-নাসরি টুইট করেছেনঃ

بتكلفة هذا السياج لنوظف العاطلين في الجنوب وعلى الحدود في حراسة الحدود ولندعم كل أعمال التنمية في اليمن لتعزيز الأخوة .

@আলনাসরি১: সীমানা পাহারার জন্য একই খরচ দিয়ে আমরা দেশের দক্ষিণ [সৌদি] অঞ্চলের নাগরিকদের কাজে লাগাতে পারি। পাশাপাশি ইয়েমেনে তহবিল উন্নয়ন প্রকল্প শুরু করতে পারি যেটা আমাদের ভ্রাতৃত্ব আরও জোরদার করবে।

অন্যান্যরা আরব জাতির ঐক্যের প্রতি জোর দিয়েছেন। আবু ফয়সাল টুইট করেছেনঃ

سيكون مصيره كمصير”جدار برلين” إحفظوها جيدًا والأيام بيننا.!!

@আবুফয়সাল_১: মনে রাখবেন! এটি বার্লিন প্রাচীরের মতো একই নিয়তি গ্রহণ করবে।

অন্যদের একটি মানবতাবাদী দৃষ্টিকোণ ছিল:

بهذا الفعل سنتجرّد من بقايا انسانيتنا.

@এমনোর_: এর মাধ্যমে, আমরা আমাদের মানবতার বাকী অংশটুকুও বর্জন করলাম।

هذا الفعل يعطي انطباع عن العقلية والمعالجة الأمنية البحتة لقضايا ذات عمق اجتماعي واقتصادي ألا يوجد مفكرين غيرالأمني ؟

@_হাসাম_: এটা হচ্ছে কোন ইস্যু নিয়ে কাজ করতে গেলে পুলিশি মানসিকতারই একটি উদাহরণ, যেটির উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আছে। আমাদের কি একটি অ-পুলিশের মানসিকতা আছে?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .