এই প্রবন্ধটি আমাদের সঙ্কটে ইউরোপ বিশেষ কভারেজের একটি অংশ।
গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মারিয়ানো রাজোয়ের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করতে মাদ্রিলিনোস ড্রোভসের রাস্তায় অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার জাতীয় পত্রিকা এল পাইস [স্প্যানিশ] খতিয়ানগুলোর ছবি প্রকাশ করেছে। ছবিতে রাষ্ট্রপতি রাজোয় এবং অন্যান্য শীর্ষ জনপ্রিয় পারতিদো সদস্যদের [top Partido Popular members] অবৈধ লেনদেন করতে দেখা গেছে (লসপাপেলেসদেবারসেনাস [স্প্যানিশ])। দলটির প্রধান কার্যালয়ের বাইরে জমাট বাঁধা প্রতিবাদটি পুরো সপ্তাহ ব্যাপী চলছিলো।
স্পেনের বিরোধী দল স্যোশালিস্ট পার্টি গত সোমবার রাষ্ট্রপতি রাজোয়ের পদত্যাগের দাবি জানিয়েছে। রাজোয় তাঁর বিরুদ্ধে করা এই অভিযোগ “সম্পূর্ণ মিথ্যা” দাবি করে এই ধরনের পারিশ্রমিক নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি পদত্যাগ করার দাবিকে প্রত্যাখ্যান করেছেন এবং দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যা নিরসনে তাঁর দলকেই সবচেয়ে বেশী যোগ্য বলে দাবি করেছেন।
সপ্তাহান্তের ঘটনাগুলো নিয়ে লেখকের ধারণকৃত একটি ছবির গ্যালারি এখানে রয়েছেঃ

Por un Jaguar, Yo “mato”
একটি জাগুয়ারের জন্য, আমি “খুন” করতে পারি – স্বাস্থ্যমন্ত্রী এ্যানা মাতোর প্রসঙ্গে, যিনি এই অপবাদের দায়ে অভিযুক্তদের একজন।
ছবি এ্যানা উইলিয়ামস

¡No falta dinero sobran ladrones!
অর্থের অভাব নেই, চোরের সংখ্যা অনেক বেশী।
ছবি এ্যানা উইলিয়ামস

¡Chorizo!
চোর!
ছবি এ্যানা উইলিয়ামস

¡Manos arriba esto es un atraco!
মাথার ওপরে হাত তোল! এটি একটি ডাকাতি!
ছবি এ্যানা উইলিয়ামস
এই প্রবন্ধটি আমাদের সঙ্কটে ইউরোপ বিশেষ কভারেজের একটি অংশ।