- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভেনেজুয়েলার নির্বাচন: অল্প ভোটের ব্যবধানে জিতলো শাভেজবাদ

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ভেনেজুয়েলা, তাজা খবর, নাগরিক মাধ্যম, নির্বাচন

৫ ঘণ্টার কিছু আগে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল [1] ঘোষণা করেছে। হুগো শাভেজের উত্তরসুরি হিসেবে নিকোলাস মাদুরো [2] ৫০.৬৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হেনরিক ক্যাপ্রিলিস রোডানস্কি [3] মাত্র ২ লাখ ৩০ হাজার ভোট কম পেয়েছেন। এর আগে অক্টোবরে নির্বাচনে তিনি শাভেজের কাছে এক মিলিয়ন ভোটের ব্যবধানে হেরেছিলেন।

ভেনেজুয়েলার ভিতর এবং বাইরের ১ শতাংশ ভোট এখনো গণনা করা হয়নি। এই সংখ্যা ৬০ হাজারের মতো, যা দুইজনের (মাদুরো এবং ক্যাপ্রিলেস) মধ্যকার ব্যবধানের চেয়ে বেশি নয়।

বিরোধী দল ঘোষণা [4] দিয়েছে, সব ভোট আবার গণনা না হওয়া পর্যন্ত তারা ফলাফল মেনে নেবে না। যদিও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর তা আর প্রত্যাহার করে নেয়ার সুযোগ নেই। বিরোধী দল জাতীয় নির্বাচন কাউন্সিলের কাছে ৩ হাজার নির্বাচনী অনিয়মের বিষয়ে জানতে চেয়েছে। তবে কাউন্সিল এ নিয়ে কোনো মন্তব্য করেনি। অভিযোগগুলোর মধ্যে নির্বাচনের সময় অপরাধ সংঘটনের মতো বিষয়ও রয়েছে, যা সরকার পক্ষকে সুবিধা করে দিয়েছে।

Caracas, Venezuela. 14 de abril, 2013. Foto de Harold Escalona, copyright Demotix [5]

কারাকাস, ভেনেজুয়েলা। ১৪ এপ্রিল ২০১৩। ছবি: হ্যারল্ড এস্কালোনা। স্বত্ব: ডেমোটিক্স।

নির্বাচনী ভাষণে নিকোলাস মাদুরো বলেছেন, তিনি প্রেসিডেন্ট শাভেজের স্বপ্ন যথাযথভাবেই পূরণ করবেন। উল্লেখ, গত মার্চ মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে শাভেজ মৃত্যুবরণ করেছেন। নির্বাচনী ভাষণে তার প্রতি দেয়া ক্যাপ্রিলেস-এর গর্ভমেন্ট প্যাক-এর নিন্দা করেছেন। অন্যদিকে ক্যাপ্রিলেস পরিষ্কার করেছেন যে, প্রতারণা আর দুর্নীতির সাথে তিনি আপোশ করবেন না। তিনি একই সঙ্গে ৪৯ শতাংশ ভোটারদের যারা তাকে ভোট দিয়েছে, তাদের প্রতি সম্মান দেখানোর আহবান জানিয়েছেন।

টুইটারে ##EleccionesVenezuela [6] [স্প্যানিশ ভাষায়], #Venezuela [7], #Venezuelasomostodos [8][স্প্যানিশ ভাষায়] (“আমরা সবাই ভেনেজুয়েলাবাসী”) এবং #Maduro [9] এই হ্যাশট্যাগগুলোতে নির্বাচনী প্রতিক্রিয়া এবং নাগরিক প্রতিবেদন পড়তে পারবেন।

এটা শুরু মাত্র।