ভেনেজুয়েলায় নির্বাচন পরবর্তী উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

[বর্ননা ব্যাতীত সকল লিঙ্কই স্প্যানীশ ভাষায়]

হুগো শ্যাভেজের মৃত্যু পরবর্তী নির্বাচন ফলাফলে [ইংরেজি] নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকোলাস মাদুরো এবং হেনরিখ ক্যাপরিলেস রাদোনস্কির সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে।

প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে মাদুরোর নাম ঘোষণার পরপরেই গণপ্রতিবাদের আহ্বান জানানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট পূনঃগণনার দাবি ক্রমশঃ জোরালো হচ্ছে। একঘণ্টার মধ্যেই উভয় প্রার্থীর সমর্থকরা তাঁদের সমর্থনে বিক্ষোভের ছবি, ভোটের অনিয়মের ঘটনা টুইট করে ভেনেজুয়েলার টুইটারে প্রাধান্য বিস্তার করেছে। সাংবাদিক ইন্তি একেভেদো (@ইন্তি) মন্তব্য করেনঃ

@inti: La situación en Venezuela tiende a ponerse más compleja con las horas, muchísimos rumores (no confirmados) de mil situaciones distintas.

@ইন্তি: ঘণ্টায় ঘণ্টায় ভেনেজুয়েলার পরিস্থিতি জটিলতর হচ্ছে, বিভিন্ন ধরণের হাজারো সংঘর্ষের গুজব (অসমর্থিত) শোনা যাচ্ছে।

ক্যারাকাস থেকে লিলিয়ানা ওচোয়া (@লিলিওব) সেনা নিয়োজনের ছবি শেয়ার করেছেন।

@liliob: La autopista fco fajardo esta asi justo ahora. Foto por @andreavmm18 pic.twitter.com/DnXydf67wf

@লিলিওব: এফ সি ও (ফ্রান্সিস্কো ফাজারদো) হাইওয়ে এইমুহূর্তে ঠিক এমনটাই দেখা যাচ্ছে। ছবি @এন্ড্রুইভাম১৮ pic.twitter.com/DnXydf67wf

Foto compartida por @liliob en Twitter

ছবি @এন্ড্রুইভাম১৮, @লিলিওব কর্তৃক টুইটারে শেয়ারকৃত

একই সময়ে ভালেন্সিয়ার এ ছবিটি আনাস লা রিভা তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেনঃ
Protesta en Valencia. Foto compartida por Anaÿs La Riva en su perfil de Facebook

ভেলেন্সিয়াতে প্রতিবাদ। ছবি আনাস লা রিভার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত

এর অল্পক্ষণ পরেই হুগো লণ্ডনো (@হুগুইতো) তাঁর টুইটার একাউন্ট থেকে জানানঃ

@huguito: En Venezuela, en este momento el CNE [Consejo Nacional Electoral] proclama a Maduro como presidente, hay disturbios y protestas en centro CNE del país, suenan cacerolas

@হুগুইতো: এই মুহূর্তে ভেনেজুয়েলায় সি এন ই [জাতীয় নির্বাচন কাউন্সিল] মাদুরোকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিল; সি এন ই-এর প্রধান কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়েছে, কান ঝালাপালা করা তীব্র শব্দ

“ টুপামারোস” নামে পরিচিত একটি দল দেশের পশ্চিমাংশের মেরিদা শহরে আসার পরপর সকাল থেকে দিনব্যাপী সহিংস ঘটনা ঘটে। টমাস ফার্নান্দেজ (@টমাসনোমাস২৯ ) এ বিষয়ে একাধিক প্রতিবেদন শেয়ার করেনঃ

@Tomasnomas29: AUXILIOOO en el liceo libertador PORFAVOR!! Difundanlo! Los tupamaros no dejan hacer el conteo! Que esto llegue a toda Venezuela! DIFUNDE

@টমাসনোমাস২৯: লিসিও লিবারেটর (উচ্চ বিদ্যালয়) এ আমাদের সাহায্য করুন দয়া করে!! দয়া করে সংবাদটি ছড়িয়ে দিন! টুপামারোসরা ভোট গণনায় বাধা দিচ্ছে! ভেনেজুয়েলা জুড়ে এ বাক্য পৌছে দিন! ছড়িয়ে দিন

সেবাস্টিন বারেজ (@সেবাস্টিয়ানাবি) রিপোর্ট করেনঃ

@SebastianaB: En Tachira hay tanquetas en la calle, en Merida los Tupamaros salieron a amedrentar, en Barinas hay protestas en la calle

@সেবাস্টিয়ানাবিঃ তাচিরাতে রাস্তাগুলো গাড়ি দিয়ে ঘেরা; মেরিদাতে তুপামারোসরা ভয় দেখাচ্ছে আর বারিয়ান্সে তারা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছে

আগত ঘণ্টাগুলোতে দু পক্ষ থেকেই রাস্তায় বিক্ষোভের আহ্বান অব্যাহত থাকবে বলে আশা করা যায়। তথ্য জানানোর জন্য এবং মন্তব্য করার জন্য  ভেনেজুয়েলার হ্যাসট্যাগ নাগরিকেরা নিচের এ টুইটার একাউন্টগুলো ব্যবহার করছেন #CaprilesGanóTibisayMintió; #ElPuebloHablóMaduroGanó; #NicolásElDerrotadoEresTú; #CacerolazoALas8; #ConteoVotoPorVotoYA; এবং Mañana al CNE.

জেসিকা কারিল্লো মাজ্জালির সহায়তায় এ পোস্ট লেখা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .