- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইয়েমেনঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোন বিরোধী প্রতিবাদ

বিষয়বস্তু: ইয়েমেন, আন্তর্জাতিক সম্পর্ক, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবতামূলক কার্যক্রম, মানবাধিকার, রাজনীতি

হন্তারক ড্রোন এবং বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পদযাত্রা ও শোভাযাত্রার [1] আয়োজন করেএনসার কোয়ালিশন [2] নামের একটি সংস্থা।

সংহতি জানিয়ে তারা লিখেনঃ

গত কয়েক বছর ধরে মার্কিন ড্রোন হামলায় ৫,০০০ এরও বেশি শিশুসহ বেসামরিক লোক এই রোবোটিক হত্যাকারী যন্ত্রের শিকারে পরিণত হয়েছে..  এ দেশ দাবি করছে “আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া ও অন্যান্য স্থান থেকে ড্রোন বহিস্কার করা হোক!”  আমাদের এ দাবিকে বিশ্ববাসীকে জানানোর জন্য শনিবার ১৩ এপ্রিল হোয়াইট হাউজের উদ্দেশে আমাদের পদযাত্রা ও শোভাযাত্রায় অংশ নিন।

তাঁরা টুইট করেনঃ

[3]@এনসারকোয়ালিশনঃ [3] “ সবসময়েই তোমরা ড্রোনের মাধ্যমে কিছু লোককে হত্যা কর, তোমরা ঘৃণার জন্ম দাও। কেন তাঁরা আমাদের ঘৃণা করে? নিজেদের কাজের দিকে তাকিয়ে দেখ!” #এপ্রিল ১৩

@এনসারকোয়ালিশনঃ [4] “ তারা আমাদের নাম ব্যবহার করে হত্যা করে বলেই আমরা আর বসে থাকতে পারি না” #জেনারেলএটমিক্স #স্টপড্রোন #নোড্রোন pic.twitter.com/NekfiHbIm4

নিউ ইয়র্ক থেকে আগত ইয়েমেনি এক্টিভিস্ট সুমের নাসের [5] এবং ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী রুজ আলওয়াজির দাবি করেন [6]যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক ইয়েমেনির উচিত ইয়েমেনে মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে হোয়াইট হাইজের সামনে সমবেত হওয়া।  মিছিলে অংশ নেওয়া  এক্টিভিস্ট বুশরা আল মাখতারির বকৃতার কিছু অংশ রুজ আলওয়াজির [7] একটি ভিডিওতে আপলোড করেনঃ

তিনি টুইট করেনঃ

@রুজ১২৯ [8]: #ড্রোনগুলো আকাশে উড়লেই কিছু মানুষ মারা যায়! একে হত্যা ছাড়া আর কীই বা বলা যেতে পারে।

কোডপিঙ্ক [9] নামের আরেকটি সংগঠন এ মিছিলে অংশগ্রহণ করে।

ওয়াশিঙ্গটনেঃ

Rooj Alwazir standing in front of the White House holding a CODEPINK  banner

রুজ আলওয়াজির হোয়াইট হাউজের সামনে কোডপিঙ্কের ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন

ড্রোন প্রস্তুতকারী  জেনারেল এটমিক্সের প্রধান কার্যালয়ের দিকে মিছিলটি অগ্রসর হয়। কোডপিঙ্ক টুইট করেঃ

কোডপিঙ্ক [10]: ডিসিতে অবস্থিত জেনারেল এটমিক্সের প্রধান কার্যালয়ের সামনে থেকে এ ছবিটি তোলা #স্টপড্রোনস @বারাকওবামা pic.twitter.com/TVP7MUFRMC [10]

লস এঞ্জেলসেঃ

এল.এ- এর শোভাযাত্রায় অংশগ্রহণকারী  টমজি [11]ও একটি ছবি টুইট করেনঃ

‏@আইএমটমজিঃ এল এ =-এর #নোড্রোনস শোভাযাত্রা থেকে pic.twitter.com/PyBxaiqn82

BHwfidfCEAAltAQ

আলোকচিত্র সাংবাদিক জেন্না পোপ তাঁর ফেসবুক পাতা [12]ব্লগে [13] একাধিক ছবি শেয়ার করেন

এই স্টোরিফাইয়ে [14] আরও অনেক ছবি পাওয়া যাবে।

পাকিস্তান ও ইয়েমেনের [15] অনেক এক্টিভিস্ট তাঁদের দেশে ড্রোন ব্যবহারের প্রকাশ্য বিরোধিতা [16]করেছেন। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন ড্রোন হামলা ও টার্গেট হত্যাকাণ্ডের বিষয়ে মানবাধিকার ও নাগরিক অধিকার গ্রুপগুলোর সাথে যৌথপত্র [17] প্রকাশ করেছে।