যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড সহ সেদেশের সামরিক ঘাটিতে উত্তর কোরিয়া পারমাণবিক হামলার হুমকি, আরব নেট নাগরিকদের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছে।
প্যালেস্টাইনের ওলা আনান টুইট করেছে [আরবী ভাষায়]
تعليق بابا على تهديدات كوريا: أيوة بقى خليهم يتلهوا في بعضهم شوية ويحلّوا عنا
@অলানান: [উত্তর] কোরিয়ার হুমকিতে আমার পিতার প্রতিক্রিয়া, বেশ তাদের একে অন্যের এলাকা দখল করুক, কিন্তু আমাদের শান্তিতে থাকতে দিক
সিরিয়ান দি ৪৭থ রসিকতা করেছে:
@দি ৪৭থ:যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার এই হুমকি যদি বুশের সময় প্রদান করা হয়, তাহলে ইতোমধ্যে সে কম্বোডিয়ায় হামলার হুমকি প্রদান করত। #গডব্লেস
এদিকে লেবাননের লিলিয়ান এ লিখেছে :
@ফাঙ্কি অজ্জি : আমি যেভাবে এটাকে দেখছি #উত্তর কোরিয়া হচ্ছে একটা শিশু যার আদর আর আলিঙ্গন দরকার।
সিরিয়ার হোমস থেকে হাদি আব্দুল্লাহ যোগ করেছে [আরবী ভাষায়]:
منقول: الائتلاف الوطني السوري يدرس قرار تزويد الولايات المتحدة الأمريكية بأسلحة غير فتاكة وتقديم الدعم اللوجستي لها في حربها ضد كوريا 🙂
@হাদি আবদুল্লাহ: সিরিয়ার জাতীয় জোট একটি সিদ্ধান্ত নিয়ে গবেষণা করেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রাণঘাতী নয় এমন ও কৌশল গত সাহায্য প্রদান করার জন্য।
মিশরীয় ইব্রাহিম এলগারিহ এই সুযোগে নিজের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে মজা করতে ছাড়েনি:
كوريا الشمالية تصدق رسميا على ضرب امريكا بالنووي.. وبكدة يبقى جونج تاني اعبط رئيس في العالم
@ইব্রাহিম_এলগারিহ: উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার অনুমোদন প্রদান করেছে আর এর মধ্যে দিয়ে কিম জং-উন বিশ্বের দ্বিতীয় নির্বোধ রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত হলেন।
হিশাম মানসুর এই ছবিটি প্রদর্শন করছে প্রদর্শন করেছে যেখান দেখা যাচ্ছে উত্তর কোরিয়া এবং যুক্তরাজ্যের মাঝে চলতে থাকা এই বাকযুদ্ধে কুয়েতের আমীর উল্লাস প্রকাশ করছে। আল জাজিরার টেলিভিশনের এই দেশটি আরব বসন্তের অনেক বিপ্লবে সহায়তা করেছে, এমনকি লিবিয়ায় সে তার সেনা পাঠিয়েছে।
এবং ফেসবুকের এক পাতা ব্রাদার প্লিজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রদান করা উত্তর কোরিয়ার হুমকি নিয়ে মজাদার ছবি এবং লেখা পোস্ট করেছে।
এখানে তার একটি তুলে ধরা হল: