চীনের সোশ্যাল ওয়েবে ফাস্ট লেডির প্রতি তোষামোদ

চীনের ফ্যাশান সচেতন ফার্স্ট লেডি পেং লিইয়ান কেবল স্বদেশ ও বিদেশের সংবাদপত্রের প্রথম পাতার শিরোনাম হয়ে উঠে আসেননি, সাথে জনপ্রিয় চীনা মাইক্রো ব্লগিং সাইট সিনা ওয়েবোতে একনিষ্ঠ একদল সমর্থকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

পেং-এর স্বামী শি জিন পিং-এর ফ্যান ক্লাবের মত, ফার্ষ্ট লেডির এই সমস্ত ফ্যান ক্লাবগুলো পেং–এর প্রতি নিবেদিত, যারা তার বিদেশে যাওয়া আসার সময়সূচী তুলে ধরার সাথে সাথে অতীতে জনপ্রিয় গায়িকা হিসেবে তার সেই সময়ের ছবি ও ভিডিও পোস্ট করেছে। কয়েক দিনের মধ্যে এই সব সাইটগুলো হাজার হাজার অনুসারীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

পেং-এর সংবাদ প্রদান করা এই সমস্ত সাইটসমুহের সংবাদ প্রদানের ধারা হচ্ছে আরো ব্যক্তিগত ও মজার, লি ইউয়ান ফ্যান ক্লাবের একটি পাতা [চীনা ভাষায়] পেং-এর ফ্যাশান স্টাইল সম্বন্ধে মন্তব্য করেছে:

"Ms Xi fans Club" on Weibo

ওয়েবোতে “মিজ শি ফ্যান” ক্লাব

枚红色,靓蓝,总有你喜欢的色彩。

লাল অথবা নীল, সব সময় তোমার পছন্দের একটা রং রয়েছে।

চায়না সাপোর্ট ইউয়ান ক্লাব নামের আরেকটি সাইট [চীনা ভাষায়] ইউয়ানের জীবনী বিস্তারিত বিনোদন এবং মন্তব্য সহকারে তুলে ধরেছে।
ওয়েবোতে লিনচুন হংটংশিয়াও রসিকতা করছেন:

我的天,第一夫人的粉丝团完爆习大大的@学习粉丝团 啊, 据不完全统计: @学习爱媛 @学媛派第一夫人 @中国后媛团 @丽媛粉丝团 @习太粉丝团 简直了,媳妇儿还得娶漂亮的啊。。

ও ঈশ্বর, “ ইউয়ানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন, আমাদের ফাস্ট লেডি ইউয়ানের কাছ থেকে শিক্ষা নিন, “চায়না ইউয়ান ক্লাব সমর্থন করে”, লি ইউয়ান ফ্যান ক্লাব। মিসেস শি ক্লাব- এমনকি শি-এর চেয়ে আমাদের ফাস্ট লেডির অনেক বেশী ফ্যান ক্লাব রয়েছে, দেখে মনে হচ্ছে যে কোন ব্যক্তির, একটি সুন্দরী মেয়ে বিয়ে করা উচিত। ..

এইচকে মিডিয়া বিশ্বাস করে [চীনা ভাষায়] রাজনীতিতে ওয়েবো ফ্যান ক্লাবের একটা ইতিবাচক ভূমিকা আছে:

粉丝团的出现某种程度上反过来又推动了民间关注和热议政治的高潮。

একটা পর্যায় পর্যন্ত, ফ্যান ক্লাবের উপস্থিতি রাজনীতিতে জনগণের মনোযোগ আকর্ষণে এবং একই সাথে তা রাজনীতি নিয়ে আলোচনায় সাহায্য করে।

এদিকে মনে করা হচ্ছে যে পেং-এর আবেদনময় দেশীয় পোষাক স্থানীয় ডিজাইন-এর প্রচারণায় কাজে লাগবে, এইচকে নামক সংবাদপত্র বিশ্লেষণ করেছে যে এটি কূটনীতিতে চীনের আরো উন্মুক্ত মনোভাবের প্রতিচ্ছবি:

这一变化,某种程度上也反映了中国外交和政治语境的不断开放和中国政府公关理念的进步。

একই সাথে এই পরিবর্তন একটা পর্যায় পর্যন্ত কূটনীতিতে চীনের আরো উদার মনোভাব এবং জন সংযোগের ক্ষেত্রে আরো উন্নতি করার প্রতিফলন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .