তিউনিসিয়াঃ “আই এম এফ এর নিকট থেকে ঋণ নয়”

পরবর্তী বছরের বাজেটের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আই এম এফ)- এর কাছ থেকে ১.৭৮ বিলিয়ন ঋণ গ্রহণের বিষয়ে তিউনিসিয়া কার্যক্রম পরিচালনা করছে,  আরব বসন্তের সময় থেকে দেশটিতে যে অর্থনৈতিক সংগ্রাম চলছে তাতে করে  সরকারের এ কার্যক্রম কর বৃদ্ধি এবং ভর্তুকী হ্রাস ঘটাবে- এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃস্টি করেছে।

দুই বছর আগে জিনে এল আবিদিন বেন আলির পতনের পর বাজেটের অর্থ সংস্থানের জন্য দেশটি বিদেশী সাহায্য নির্ভর হয়ে পড়েছে।  আই এম এফ এর অর্থ ছাড়াও সম্প্রতি দেশটি বিশ্ব ব্যাংক থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার গ্রহণ করেছে, এছাড়া কাতার, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, মার্কিন সরকার, ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি  থেকে ঋণ ও অনুদান গ্রহণ করেছে।

২০১০ সালের অভূত্থানের প্রভাবে  তিউনিসিয়ার অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। বেকারত্বের হার ১৭ শতাংশ। দুর্গম দারিদ্র্যপীড়িত অঞ্চলে বেকারত্বের হার ৩০% থেকে ৪০% এর মধ্যে। কর্মসংস্থানের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে থাকা পর্যটন শিল্প বিরোধী দলীয় নেতা চকরি বেলাইদ এর হত্যার পর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতোমধ্যে গত সাত বছরের মধ্যে মুদ্রার অবমূল্যায়ন ৬% এ উপনীত হয়েছে।

আই এম এফ-এর উপ-মুখপাত্র উইলিয়াম মুরে কে উদ্ধৃত করে ১৪ মার্চ ইনার সিটি প্রেস জানায়ঃ

তিউনিসীয় কর্তৃপক্ষের সাথে টেকনিক্যাল পর্যায়ে সতর্কতামূলক স্ট্যান্ডবাই এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা চলছে। আপনি যেমন বলছিলেন যে একটা নতুন সরকার গঠন করা হয়েছে এবং সেই সরকারের কর্মচারীরা এখন ঋণের উদ্দেশ্য নিয়ে তদন্ত করছেন এবং এতে ম্যান্ডেট আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন। টিউনিসিয়ার এ ধরনের জটিল রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার যে কোন পরিস্থিতিতে আই এম এফ তিউনিসিয়াকে ঋণ প্রদানে প্রস্তুত রয়েছে।

তিউনিসিয়ার কিছু নেটিজেন আশংকা করছেন যে, য়াই এম এফের ঋণ “দুঃখজনক সংস্কার”-এর কারন হয়ে দাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এ ধারনায় বিশ্বাসীদের মধ্যে আরব গভর্নেন্স ইন্সটিটইউট এর প্রতিষ্ঠাতা অন্যতম। তিনি বলেনঃ

ঋণ পরিশোধ নিশ্চিত করতে আই এম এফ তাঁদের ধ্রুপদী চিন্তা “ কাঠামোগত পরিবর্তন”-এর পরামর্শ দিয়েছে, তিউনিসিয়ার জীবনযাত্রার মান ও অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে বলে অনেক বিশেষজ্ঞ একে “দুঃখজনক সংস্কার” বলে আখ্যায়িত করেছেন (…)।   মোট জাতীয় উৎপাদনের( জি ডি পি) ভর্তুকী ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এতে করে জ্বালানী মূল্য ও আনুষঙ্গিক হিসেবে পরিবহন খরচও বৃদ্ধি পাবে। সার্বিক ভাবে এতে করে বাজারের সাধারণ জিনিষপত্রের মূল্যও বৃদ্ধি পাবে… যেহেতু জনগণের বেতন বৃদ্ধি পাবেনা  সে কারনে মূল্য সংযোজন করের (ভ্যাট) ক্ষেত্রে এই সম্ভাব্য মূল্য বৃদ্ধি বাজার মূল্যকে বাড়িয়ে তুলে তিউনিসিয়ার জীবনযাত্রার মানকে অবমূল্যায়িত করবে। ইতমধ্যেই মুদ্রার অবমূল্যায়ন নয় শতাংশে উপনীত হয়েছে।

বেন আবিদ বিশ্বাস করেন যে আই এম এফ- এর কাছ থেকে ঋণ পরিহারের জন্য তিউনিসীয় সরকার অন্যান্য উপায় অবলম্বন করতে পারেঃ

বেন আলি গোত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের কর ফাঁকি ও কর সংক্রান্ত তদন্ত নিয়ন্ত্রন করতে হবে।

জ্বালানী রাজস্বের জাতীয় ও আন্তর্জাতিক দরপত্রসহ খরচ এবং জাতীয় রাজস্বের ক্ষেত্রে আরও স্বচ্ছতা।

কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্রমবর্ধমান দূর্নীতি নিয়ন্ত্রনে বাস্তবধর্মী সংস্কার প্রয়োজন এবং একইভাবে সুশাসন বাস্তবায়ন প্রয়োজন।

বেন আলির শাসনামলে ঋণ গ্রহণের বিষয়গুলো খুজে বের করার জন্য তদন্ত শুরু করতে হবে। যা থেকে অবৈধ তহবিলসমূহের গন্তব্য জানা যাবে এবং হয়তো আংশিকভাবে তহবিল উদ্ধার করা যাবে।

ইউরোপের উপর ( বৈদেশিক বাণিজ্যের আশি শতাংশ) নির্ভরশীলতা কমাতে এবং আমাদের অর্থনৈতিক সঙ্কটে তাঁদের প্রভাব প্রশমিত করতে  আফ্রিকা ও মাগরেবের সাথে নতুন বাণিজ্য চুক্তি করতে হবে, এবং একই সঙ্গে কিছু বিশেষজ্ঞের মতানুসারে বিপ্লবের সময় থেকে চলমান গভীর অর্থনৈতিক সঙ্কট নিরসনে সংস্কারকে গতিশীল করতে হবে।

পর্যটন খাত পূনর্গঠনে নিরাপত্তা জোরদার করতে হবে।

“কস্টকর সংস্কার” সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পদক জয়ী ব্লগ নাওয়াত নিচের এ ভিডিওটি তৈরি করেঃ

এ ভিডিওর বার্তাগুলো [ফরাসি]:

La Tunisie va emprunter 1.78 milliard de dollars au FMI
Le FMI exige une réforme douloureuse pour assurer le remboursement de son crédit
Nous passerons 40 ans de notre vie à travailler pour payer l’ensemble de ces dettes
Non à l’hypothèque de deux générations
Non à la suppression des subventions (pain, farine, médicaments, livres, transport …)
Non aux privatisations sauvages.
Non a l’endettement auprès du FMI
Non à l’augmentation des prix, de la TVA sur les produits et services
Oui à l’audit quant à l’argent emprunté sous Ben Ali.
Oui à l’étude et a l’audit par l’ANC des l’emprunts passés et à venir.
L’enseignement et la santé doivent rester accessibles à tous
Défendons, ensemble, la Tunisie, ses richesses et son avenir !

তিউনিসিয়া আই এম এফের নিকট থেকে ১.৭৮ বিলিয়ন ঋণ গ্রহণ করবে।
ঋণ পরিষোধ নিশ্চিত করার জন্য আইএম এফের প্রয়োজন কস্টকর সংস্কার।
এ ঋণসমূহ পরিশোধের জন্য আমাদের ৪০ বছর কাজ করতে হবে।
দুই প্রজন্মের বন্ধকীকে না বলুন।
ভর্তুকীর অবদমন (রুটি, ময়দা, ঔষধ, বইপত্র, যানবাহন…..)কে না বলুন।
কোন আগ্রাসী বেসররকারীকরণ নয়।
আই এম এফের কাছে থেকে কোন ঋণ নয়।
বেন আলির সাশনামলের ঋণ গ্রহনের নিরীক্ষাকে হ্যা বলুন।
এন সি এ [ন্যাশনাল কন্সটিটুয়েন্ট এসেম্বলি] এর অতীত ও ভবিষ্যৎ ঋণের বিষয়গুলো পূনর্মূল্যায়ন ও নীরিক্ষাকে হ্যা বলুন।
শিক্ষা ও স্বাস্থ্যসেবাতে সকলের প্রবেশাধিকারকে হ্যা বলুন।

তিউনিসিয়ার সম্পদ, ভবিষ্যৎকে আমরা সবাই রক্ষা করি!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .