সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে জর্জ ডব্লিউ বুশ প্রশাসন কর্তৃক ইরাক যুদ্ধ ঘোষণার দশ বছর পূর্তি হল গত সপ্তাহে। গত ১৮ই ডিসেম্বর ২০১১ তারিখে এ সংঘাতের আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার দশ বছর পর কিছু সাংবাদিক, সামাজিক মিডিয়া ব্যবহারকারী, এবং বিশেষজ্ঞরা এই সংঘাতের প্রভাব বিশ্লেষণ করেছেন।
বিলিয়ন ডলারেরও বেশি ঋণ, হাজার হাজার মানুষের মৃত্যু,ব্যাপক অস্ত্র ধ্বংসের প্রমানের অভাব এবং ইরাকে নিরাপত্তা বিঘ্নকারী বিদ্যমান বিদ্রোহের কারনে অনেক বিশ্লেষক মনে করেন যুদ্ধ এখনো চলমান। ২০০৩ সালে হোয়াইট হাউজ যে কারন দেখিয়ে ইরাক আক্রমণ করেন অনেকে তাতে সমর্থন প্রদান করেন এই যুক্তিতে যে যদি সাদ্দাম হুসেইনকে হত্যা করা না হত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরাক ও ইরানের মোকাবেলা করতে হত। এক পরিসংখ্যানে [স্প্যানিশ] জানা যায়, ৫০ শতাংশেরও বেশি মার্কিনী মনে করেন ইরাক যুদ্ধ ভুল ছিল, ২০০৩ সালে ইরাকী অঞ্চলে হামলার এক মাস পর ৭০ শতাংশেরও বেশি মার্কিনী এই যুদ্ধকে সমর্থন জানায়।
যুদ্ধের ফলাফল মূল্যায়নে কিছু ব্লগ সময় নেয়, একজন পুয়ের্তোরিকান সৈন্যের ক্লিনিক্যাল প্রোফাইল উপস্থাপন করে তাঁরা পরিস্থিতিকে মাদ্রেস কন্ট্রা লা গুয়েরা [স্প্যানিশ] ( যুদ্ধের বিরুদ্ধে মায়েরা) –এর সাথে তুলনা করেনঃ
El costo para la salud física y emocional es terrible: once de cada 100 militares están mutilados, 40% de ellos con el terrible diagnóstico de trauma cerebral severo (traumatic brain injury), condición que no se puede atender en el Hospital de Veteranos por Puerto Rico, pues no tiene una sala de trauma. Familias enteras han tenido que trasladarse a Estados Unidos para alguno de los Hospitales de Veteranos que pueda atender esa condición. Alrededor de 40 % de los militares ya han sido diagnosticado con una condición de salud mental, particularmente el trastorno de estrés post traumático. En Puerto Rico hay 2,000 veteranos sin techo (Censo, 2010). Muchos de los militares están desempleados, al tratar de volver a la vida de civil.
শারিরীক ও মানসিক স্বাস্থ্যের মূল্য ভয়াবহঃ প্রতি ১০০ জন সৈন্যের মধ্যে ১১ জনের অঙ্গহানি, এদের মধ্যে ৪০% এর ভয়াবহ মাথায় আঘাতজনিত ক্ষত, যার চিকিৎসা প্রদানে পুয়ের্তো রিকোর প্রখ্যাত হাসপাতাল প্রদানে অক্ষম, কারন সেখানে আঘাতের চিকিতসার জন্য কোন ওয়ার্ড নেই। এ ধরণের অবস্থায় চিকিৎসা সেবা দিতে পারে এমন হাসপাতালের খোজে অনেক পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসে। এদের প্রায় ৪০% সৈন্যকে ইতোমধ্যেই মানসিক সমস্যায় ভুগছেন বলে চিহ্নিত করা হয়েছে বিশেষতঃ পোস্ট ট্রমাটিক স্ট্রেসের রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুয়ের্তো রিকোতে ২,০০০ এর মত অভিজ্ঞ সৈনিক গৃহহীন (২০১০ সালের আদমশুমারি অনুযায়ী)। সাধারণ মানুষ হিসেবে জীবন যাপনের চেষ্টায় নিয়োজিত অনেক সৈন্য বেকার।
কিছু ল্যাটিন আমেরিকান ও অন্যান্যদের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে অসমতির কিছু প্রমান পাওয়া যায় টূইটের মাধ্যমে। নোটিসিয়াস ইউনিভিশনের টিভি উপস্থাপক জর্জ রামোস (@জর্জরামোসনিউজ) বলেনঃ
@jorgeramosnews: En Irak ya es 20 de marzo, el 10 aniversario de la guerra que se inventó George W.Bush,con miles de muertos y sin armas de destruccion [sic] masiva
@জর্জরামোসনিউজ: ইরাকে ইতোমধ্যেই ২০ মার্চ, হাজারো মৃত্যু, অস্ত্রের গণ বিধ্বংস ছাড়াই জর্জ ডব্লিউ বুশ আবিস্কৃত যুদ্ধের ১০ বছর পূর্তি।
ম্যান ক্যাস্ট্রো (@এসমুন্ডিএন্সে) প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, যুক্তরাজ্যের টনি ব্লেয়ার এবং স্পেনের হোসে মারিয়া আজনারের ছবি শেয়ার করেছেন। তাঁরা ইরাকের মাটিতে যৌথভাবে সৈন্য পাঠিয়েছিলেন।
@esmudiense: En el aniversario d la guerra de Irak, una foto repugnante, el trío de las Azores y memoria para un millón de muertos pic.twitter.com/Lc0Sf8rM5I
@এসমুন্ডিএন্সেঃ ইরাক যুদ্ধের বার্ষিকীতে একটি বিব্রতকর ছবি, কুখ্যাত তিনজন ও লাখো নিহতদের স্মরণে pic.twitter.com/Lc0Sf8rM5I
ইরাকে সৈন্য নিয়োজনে মুখ্য ভুমিকা পালনকারী আজনারের পিপলস পার্টি অব স্পেনের বিরুদ্ধে অনেকেই উচ্চকণ্ঠ। বর্বনেসমামোনেস (@বর্বনেসমামোনেস) বলেন
@borbonesmamones: Acaba d terminar el aniversario dl 11M y no soporto ver a esos peperos homenajeando a las víctimas q ellos provocaron tras la guerra d Irak.
@বর্বনেসমামোনেস [স্পেনীশ]: ১১ তম বার্ষিকী কেবল শেষ হল, ওষুধ সেবনকারীদের আমি আর সহ্য করতে পারছিনা, ইরাক যুদ্ধের পর ক্ষতিগ্রস্তরা নিজেরাই নিজেদের সম্মানিত করছে।
ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যৌথ বাহিনী কর্তৃক মানবাধিকার লংঘনের বিষয়টি উন্মোচিত হয়েছে। এর মধ্যে সবচাইতে কুখ্যাত ছিল বাগদাদের আবু গারাইব-এর বিষয়টি, সেখানে বন্দীরা মার্কিন সৈন্যদের দ্বারা শারিরীক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হত। কিউবার গুয়ান্তানামো ঘাটির বন্দীদের সাথে আচরনের বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছেঃ গত ৪ মার্চ কারাবন্দীরা সামরিক কর্মকর্তাদের কথিত প্রতিশোধের বিরুদ্ধে অনশন ঘোষণা করে।