- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

একজন অনলাইন টুইটার ব্যবহারকারীকে সৌদি মন্ত্রীর হুমকী

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, আইন, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে অপদস্থ করার জন্য একজন টুইটার ব্যবহারকারী বিরুদ্ধে সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আব্দেলআজিজ খোজা মামলা করার হুমকি প্রদান করেছেন।

@ ইসাইদ নামের একজন টুইটার ব্যবহারকারী মন্ত্রীর উদ্দেশে টুইট করেন [আরবি]:

يا وزير الاعلام كلنا نعرف انك صورة او بالاصح ريموت كنترول في يد اصحاب المال والسلطة رجاءاً لا نريد منك فرد للعضلات مستقبلاً

@ইসাইদ১: [1] তথ্যমন্ত্রী, আমরা সবাই জানি আপনি একটা প্রতিচ্ছবি, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে যাদের টাকা এবং ক্ষমতা আছে আপনি তাঁদের হাতের রিমোট কন্ট্রোল। দয়া করে ভবিষ্যতে আমাদের প্রতি পেশি শক্তি প্রদর্শন বন্ধ করুন।

মন্ত্রীর নামে (যাচাইকৃত নয়) একটি টুইটার একাউন্ট থেকে জবাব দেওয়া হয়ঃ


@Esaeed1حقيقة من الممكن أن أقاضيك على كلامك اذا كنت شجاعا اكتب اسمك بصراحه

@আব্দেলআজিজখোজাঃ [2] বাস্তবতা হল আপনার উক্তির জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারি। সাহসী হউন, নিজের প্রকৃত নাম লিখুন

ফাহাদ আল দাহহাস প্রতিক্রিয়ায় বলেনঃ

تقاضيه على رأي يا وزير..انا كنت عارف ان الوزراء عندنا شخبط شخابيط و الحين تأكدت..قاضي نفسك قبل أن تقاضى أمام الله

@ফাহাদআল_দাহহাসঃ [3] আপনি তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা করবেন। আমি জানি যে আমাদের মন্ত্রীরা অপদার্থ আর এখন আমি নিশ্চিত। অন্যের বিরুদ্ধে মামলা দায়েরের আগে নিজের বিরুদ্ধে মামলা করুন

জবাবে মন্ত্রী বলেনঃ

سيدي أسلوبه وتهجمه واتهامه لي بما لا يليق هو الذي دفعني لذلك اذا كان هذا الأسلوب يرضيك للحوار أنا اقبل حكمك

@আব্দেলআজিজখোজাঃ [4] তাঁর আচরণ, যেভাবে তিনি আমাকে আক্রমণ করেছেন এবং অভিযুক্ত করেছেন তা গ্রহণযোগ্য নয়। আর সে কারনেই আমার এ সিদ্ধান্ত। এ আলাপচারিতা আপনার ভাল লেগে থাকলে আমি আপনার সিদ্ধান্ত মেনে নেব।

মজার বিষয় হল একটি রাষ্ট্রের নেটিজেন ও কর্মকর্তাদের এ আলাপচারিতাকে রিপোর্টাস উইদাউট বর্ডার ইন্টারনেটের শত্রু [5] বলে আখ্যায়িত করেছে।