- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বিশ্ব সাইবার সেন্সারশীপ প্রতিরোধ দিবস

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, বাক স্বাধীনতা, মানবাধিকার, জিভি এডভোকেসী

১২ মার্চ হচ্ছে বিশ্বে সাইবার সেন্সরশীপ প্রতিরোধ দিবস। আন্তর্জাতিক সংবাদপত্র স্বাধীনতা বিষয়ক মুখপাত্রের একটি দল রিপোটার্স উইদাউট বর্ডার [1] ২০০৮ সালে বিশ্বের প্রথম সেন্সরবিহীন দিবসের আয়োজন করে। এই দিনে তারা সারা বিশ্বের এ্যাকটিভিস্ট, বিভিন্ন আন্দোলনকারী এবং সংগঠনকে এই দিবসের কার্যক্রমে অংশগ্রহন করার আহবান জানায়, তাদের সংবিধানে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার মত গুরুত্বপূর্ণ বিষয়টিকে স্মরণ করিয়ে দিয়ে।

Image by RSF, published with permission for reuse.

আরএসএফ-এর ছবি, পুনরায় ব্যবহারের জন্য অনুমতি গ্রহনের মাধ্যমে প্রকাশিত।

ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কে প্রতিবাদ, প্রচারণার [2] জন্য এক একটি বিশেষ টুলস স্থাপন করেছে এবং এই বিষয়ে তথ্য প্রচার করা শুরু করেছে, সাথে মানবাধিকারকে আরো এগিয়ে নিয়ে যাবার একটি মাধ্যম এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরার একটি উপায় হিসেবে একে ব্যবহার করছে। এই দিবসের উদ্দেশ্য [3] হচ্ছে অনলাইনে মানবাধিকার রক্ষা করা, ইন্টারনেটে সকলের প্রবেশের সুযোগ সৃষ্টি করা, এবং ইন্টারনেটেকে উন্মুক্ত করার ক্ষেত্রে যারা শত্রু বলে বিবেচিত, তাদের পরিচয় তুলে ধরা-সাথে সেই সব রাষ্ট্রের সরকারকে চিহ্নিত করা, যারা নিজ দেশের নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরো নিয়ন্ত্রণ আরোপ করতে চায়।

১২ মার্চ দুপুর ১২.০১ মিনিটে (প্যারিসের স্থানীয় সময়ে [4]) রিপোর্টার উইদাউট বর্ডার ইন্টারনেটের শত্রু বিষয়ক বার্ষিক রিপোর্ট প্রকাশের মাধ্যমে দিনটিকে চিহ্নিত করে । এ বছর রিপোর্টে ইন্টারনেট নজরদারির বিষয়ে মনোযোগ প্রদান করা হয়েছে এবং তারা যারা অনলাইনে নজরদারি চালিয়ে দমন নিপীড়ন চলায় কেবল সেই সমস্ত সরকারের কার্যক্রম নয়, সাথে সেই সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠানের উপর নজর প্রদান করেছে, যারা এই বিষয়ে নেতৃস্থানীয়।

মিশরের এ্যাসোসিয়েশন ফর ফ্রিডম অফ থটস এন্ড এক্সপ্রেশন [5] নামক প্রতিষ্ঠান নীচের এই ভিডিওটি [5] প্রকাশ করেছে [আরবী ভাষায়], এতে এ্যাকটিভিস্ট এবং ব্লগারদের ব্লগ, টুইট করার এবং এই দিবসের কথা সবখানে ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়েছে।:

আমরা জানি যে এই দিবসে অন্য দলগুলোও যথারীতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। দয়া করে এখানে মন্তব্য করুন অথবা টুইট করুন @অ্যাড ভক্স-এ, অথবা সম্প্রদায়কে জানিয়ে দিন, কি ভাবে আপনি বিশ্ব সাইবার সেন্সরশিপ প্রতিরোধ দিবসটিকে সম্মান জানালেন। !