- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্রচণ্ড সেচের চাহিদা ইরানী কৃষকদের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়েছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নাগরিক মাধ্যম, পরিবেশ, প্রতিবাদ

ছদ্মনামে ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে বুধবার, ২৭ ফেব্রুয়ারি তারিখে সেচের পানি স্বল্পতার প্রতিবাদ ইরানের ইস্পাহান [1] এলাকার পূর্বাংশের ক্ষুব্ধ কৃষকদের তুলে ধরা হয়েছে, যারা বিক্ষোভে কয়েকটি বাসও জ্বালিয়ে দিয়েছে।

এর মাত্র একদিন আগে আপলোড করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে কৃষকরা তাদের প্রতিবাদের অংশ হিসেবে জায়ান্দেরুদ [2] থেকে ইয়াজ [3] পর্যন্ত বয়ে যাওয়া একটি পানির পাইপে খুলে ফেলেছে, কারণ এই পানি তাদের চাষাবাদের জন্য অপরিহার্য।

ইরানগ্লোবাল সংবাদ প্রদান করেছে [4] যে পানির দুষ্প্রাপ্যতার বিষয়ে ইরানের কৃষকরা গত এক মাস ধরে বিক্ষোভ প্রদর্শন করে আসছে, কিন্তু সরকার এই বিষয়ে কোন সাড়া প্রদান করেনি।

Angry farmers burn busses in Isfahan

ইস্পাহানে ক্ষুব্ধ কৃষকরা বাস পুড়িয়ে দিয়েছে। ভিডিওর স্ক্রিনশট থেকে নেওয়া।

ফেসবুকে জায়েনদারুদ [5] নামক এলাকার কৃষকদের সংঘঠিত বিক্ষোভের কিছু ছবি এবং ভিডিও।

জ্বলন্ত বাসসমূহ

http://www.youtube.com/watch?v=u6kaoUaanpE&feature=player_detailpage [6]

পাচ জন নিহত হবার সংবাদ?

সাসিমাদেহ বলছে [7] অনির্ভরযোগ্য সূত্রে পাওয়া সংবাদ অনুসারে [8] জানা গেছে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পাচজন নিহত হয়েছে এবং বেশ কিছু নাগরিক আহত হয়েছে। অভিযোগ রয়েছে যে সরকার ইস্পাহানের খুররামসাগারান এলাকার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং কৃষকের দমনের জন্য আরো নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।

পানির পাইপ ভেঙ্গে ফেলা।

২২ ফেব্রুয়ারি তারিখের পর দৃশ্যত বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করে যখন পানির পাইপ ভেঙ্গে ফেলা হয়।