- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাহরাইনে ১৩ অভিবাসীর জন্য অনলাইনে শোক

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, নাগরিক মাধ্যম, মানবাধিকার

বাহরাইনের রাজধানী মানামা অনেক অভিবাসীর বাসভবন হিসেবে পরিচিত। মানামার পুরোনো এলাকাগুলোতে অভিবাসী কর্মীরা পুরোনো বাহরাইনি ঘরে বসবাস করে যেখানে ইতিপূর্বে যেখানে অনেক ঘটনা ঘটেছে।

একটি টুইটার অ্যাকাউন্ট @মানামাফেবইএন যা বাহরাইনি বিপ্লবের ঘটনা নিয়ে প্রতিবেদন করেছে, তা টুইটবার্তায় পাঠিয়েছেঃ

@মানামাফেবইএন [1]: #মানামায় কিছুক্ষণ আগে মাতাম বিন সালুমের কাছে একটি বাড়িতে আগুন লেগেছে..

Fire in an expat workers house in Manama by @ManamaFebEN [1]

মানামায় বিদেশি শ্রমিকদের একটি বাসায় আগুন, টুইটারে @মানামাফেবইএন কর্তৃক প্রকাশিত

টুইটার অ্যাকাউন্টটির মতে পুলিশের আগমন দ্রুত ছিল, কয়েক মিনিট পরেই পুলিশ আসে। যাহোক, তাদের ব্যবহার ছিল চোখে পরার মতঃ

@মানামাফেবইএনঃ [2]#Manama| আগুনে শ্রমিকরা আটকে ছিল, কারণ তারা শুধু দেখছিল..

কয়েক ঘন্টা পরে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় থেকে টুইটবার্তায় বলা হয়ঃ

@এমওআই_বাহরাইনঃ [3]:অগ্নিদগ্ধ বাড়িটির একটি অংশ নষ্ট হয়ে গেছে এবং দুজনের মৃতদেহ পাওয়া গেছে, এর মধ্যে একজন সরকারি প্রতিরক্ষা কর্মী আহত হয়েছেন

এক ঘন্টা পর বলা হয়ঃ

এমওআই_বাহরাইনঃ [4]:আগুন নিয়ন্ত্রণের পর তিন-তলা ভবনটি থেকে ১৩টি মৃতদেহ উদ্ধারকরা হয়

বাহরাইনি ওয়েবজগতে এরকম খবরের প্রতিক্রিয়া দেখা গেছে। সাংবাদিক রিম খলিফা টুইট করেনঃ

#বাহরাইন [5] نعزي اسر ضحايا حريق المنامة من العمالة الاسيوية

@রিম খলিফা [6]আমরা মানামার আগুণের শিকার প্রবাসী শ্রমিকের পরিবারের কাছে আমাদের সমবেদনা জানাচ্ছি।

এক সাবেক সাংসদ, আবদুলনবি সালমান, কম সুবিধা প্রাপ্ত শ্রমিকদের রক্ষার ব্যবস্থার প্রতি সমালোচনা করে বলেনঃ

لا احدفي الجانب الرسمي والقطاع الخاص يعبأ بالاهتمام بالعمالة الفقيرة وتقع المسؤلية على دولها الاصلية لحمايتها عبر اشتراطات ملزمة #বাহরাইন [5]

@বিইউসালমান১৯৬০ [7]: দরিদ্র বিদেশি শ্রমিকদের ব্যাপারে সরকারি বা বেসরকারি খাতের কেউই সচেতন নয়, তাদের দেশের উপর শর্তসাপেক্ষে দায়িত্ব এসে যায়।

ব্লগার আহমেদ হাবিব ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তিনি ঐ জায়গার দৃশ্যটি বর্ণনা করেছেনঃ

العثور على ١٣ جثة بعد حريق في مبنى في المنامة مررت على المبنى وشاهدت حالة الحزن والبكاء لدى الآسيويين. تغمد الله ارواحهم #বাহরাইন [5]

@আহমেদহাবিব [8]: অগ্নিকান্ডের পর আমি যখন বাড়িটি পার হচ্ছিলাম তখন ১৩টি লাশ উদ্ধার হয়েছিল এবং দেখলাম যে এশিয়ান শ্রমিকদের মধ্যে অশ্রু আর অভিযোগের সুর। তাদের আত্মা শান্তি লাভ করুক।

লেখক জাফর আল-আলাওয়ি এই ট্র্যাজেডিকে আগের ঘটনাগুলোর সাথে তুলনা করেছেন যেগুলোর ফলাফল একইঃ

١٣ آسيوي يقضون نحبهم في حريق بسكن عمال يعيد للذاكرة سيناريو ٢٠٠٦ وحريق مبنى القضيبية ولجان التحقيق وأشياء أخرى. الله يرحمهم. #বাহরাইন [9]

@জাস্টজা৩ফর [10]:এক শ্রম এলাকায় অগ্নিকান্ডে ১৩ জনের নিহত হওয়া ২০০৬ সালের কুদহাইবিয়ার [মানামার একটি পার্শ্ববর্তী এলাকা] অগ্নিকান্ডের ঘটনাকে এবং তদন্ত কমিটির কর্মকান্ড ও অন্যান্য বিষয়কে স্মরণ করিয়ে দেয়। ঈশ্বর তাদের আত্মার শান্তি দিক।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় কারণসমূহ ও দায়ভার বের করার জন্য একটি তদন্ত নিয়ে বার্তা [11] দিয়েছে, ব্লগার চানাদ বাহরাইনি একই দিনে আরেকটি ঘটনা নিয়ে টুইট করেছেন যা বাহরাইনে ভিনদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে ভাবিয়ে তুলেছে, এতে বলা হয়েছেঃ

@চানাদবাহ [12]#বাহরাইন [5]:১৩ অভিবাসী শ্রমিক আগুনে নিহত হওয়ার দিনে, অপর এক ভারতীয় শ্রমিক আত্মহত্যা করেন http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=345412 … [13]