গত শুক্রবার, ৮ই ফেব্রুয়ারি সকাল থেকেই ব্লগারদের প্রতিবাদী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’। বেলা ৩টায় জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে শুরু হয় এ দিনের আনুষ্ঠানিক যাত্রা। এদিন আন্দোলনে কত মানুষ জড়ো হয়েছিল তা বলা মুশকিল। তবে অনেকে বলছেন প্রায় ২ লক্ষ মানুষ এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সমবেত হয়েছেন। গত মঙ্গলবার শুরু হওয়া এ আন্দোলনে সকাল থেকেই প্রতিবাদী মানুষজনের সাথে ব্লগার ও অনলাইন এক্টিভিস্টরা ছিলেন। তাদের সাথে যোগ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা।
আন্দোলনকারীরা একটি তথ্যবহুল ওয়েবসাইটের মাধ্যমে তাদের দাবী দাওয়া ও কর্মসূচীর সংবাদ দিয়ে যাচ্ছে যেখানে তাদের প্রতি সমর্থন জানিয়ে যে বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে তাও আছে। টুইটারে #Shahbagh এবং #Shahbag হ্যাশট্যাগ এর মাধ্যমে বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে। ফেইসবুকে শাহবাগ আন্দোলন, শাহবাগ চত্বর ইত্যাদি নানা পাতা বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলী, ছবি, মতামত ও ভিডিও শেয়ার করছে। এছাড়া বিচ্ছিন্ন ভাবে লাইভ স্ট্রীমিং হচ্ছে যার মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন। নতুন সংযোজন হয়েছে স্ট্রীমিং রেডিও।
নীচে শুক্রবারের সমাবেশের কিছু ছবি দেয়া হলো। সকল ছবি লেখকের তোলা।
1 টি মন্তব্য