- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মাও-এর চীনের দুটি সংস্করণ: প্রচারণার জন্যে ইতিহাস সংশোধন

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, ইতিহাস, ছবি তোলা, নাগরিক মাধ্যম

২৯-৩০শে জানুয়ারী, ২০১৩ শীর্ষ দশ মাইক্রো ব্লগের অন্যতম চীনের সবচেয়ে প্রভাবশালী মাইক্রো ব্লগিং মঞ্চ সিনা ওয়েইবোতে ঐতিহাসিক ছবির একটি সেট [1] রয়েছে যাতে মাও যুগের (১৯৪৯-১৯৭৬) [2] চীনা ইতিহাসের দুটি সংস্করণ দেখানো হয়েছে।

“ইতিহাস কিভাবে সংশোধন করা হয়েছে?” এই সংক্ষিপ্ত মন্তব্যটিসহ @পঙইয়ং প্রকাশিত কোলাজ আকৃতির মাইক্রো ব্লগটিতে একদিনে ২,২৩৭টি প্রতিক্রিয়াসহ ১৩,৩৬২টি পুন:টুইট হয়েছে। প্রথমে ছবিগুলো এবং এদের ব্যাখ্যা ifeng.com (ইফেঙ্গ.কম) এর ইতিহাস চ্যানেলে [3] [চীনা ভাষায়] প্রকাশিত হয়েছিল।

আমাদের পাঠকদেরকে চীনা ইতিহাসের দুটি সংস্করণের মধ্যে পার্থক্য দেখতে সাহায্য করার জন্যে আমি কোলাজটি কেটে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ ১০টি ছবির সেট বানিয়েছি।

দ্বিতীয় ছবিটিতে অনুপস্থিত ব্যক্তি চীনা কমিউনিষ্ট পার্টির সাবেক নেতা লি বিয়াও ১৯৭১ সালে মস্কোতে পালানোর ব্যর্থ প্রচেষ্টার পরে একজন বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত হন। পালানোর সময় তিনি একটি বিমান দুর্ঘটনায় নিহত হন।

অনুপস্থিত ব্যক্তিটি বিশিষ্ট চীনা কমিউনিস্ট সামরিক নেতা পেং দেহুয়াই। সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি অভিযুক্ত হন এবং ১৯৭৪ সালে কারাগারে মারা যান।

মাও জেডং এবং জোসেফ স্তালিন: ছবি সংশোধনীর মাধ্যমে যুগের দু’জন মহান নেতাকে আলাদা করা হয়েছে।

নেতাকে গুরুত্ব দেওয়ার জন্যে অপ্রাসঙ্গিক ব্যক্তিদেরকে মুছে দেওয়া হয়েছে।

অনুপস্থিত ব্যক্তি পেং ঝেন, একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) নেতা। সাংস্কৃতিক বিপ্লবের সময় রাষ্ট্র বিষয়ে সাহিত্যের ভূমিকা নিয়ে মাও-এর দৃষ্টিভঙ্গীর সঙ্গে তার বিরোধিতার কারণে তাকে সরিয়ে ফেলা হয়েছে।

মঞ্চ দেখা যাচ্ছে না বলে ছাতা এবং এদের বহনকারীদের মুছে ফেলা হয়েছে।

ছবিটি ১৯২৭ সালে বুদ্ধিজীবি এবং লেখকদের একটি দলের মধ্যে তোলা হয়েছিল – ঝৌ জিয়ানরেন, জু গুয়াংপিং, লু জুন (বাম থেকে সামনে) এবং সান জিফু, লিন ইউতাং, সান ফুইউয়ান (বাম থেকে পিছনে)। ১৯৪৯ সালে লিন ইউতাং তাইওয়ানে পালিয়ে যান এবং ১৯৭৭ সালের মার্চে ছবিটি পুন:প্রকাশের সময় লিন ইউতাং এবং সান জিফুকে মুছে দেওয়া হয়েছে।

গণমুক্তি বাহিনীর যোদ্ধা লেই ফেংকে মৃত্যুর পর একজন আদর্শ নাগরিক হিসেবে গণ্য করা হয়। রাজনৈতিক প্রচারণার চিরসবুজ প্রতীক হিসেবে একটি পাইন গাছকে তার ছবির পটভূমিতে বসিয়ে দেওয়া হয়েছে।

মাও-এর যুগে ছবিটি প্রকাশের সময় মাও জেডং এর সঙ্গে ১৯৩৭ সালে রেড আর্মির শিবিরে প্রশিক্ষণ নেওয়া অনেক কমরেড অনুপস্থিত। ১৯৮৬ সালে শুধুমাত্র দেং জিয়াও পিং এর যুগে আসল ছবিটি জনসমক্ষে এসেছে।

অনুপস্থিত ব্যক্তি রেন বিশি একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) সামরিক এবং রাজনৈতিক নেতা। এই ছবিটি ১৯৪০ সালে ঝৌ এনলাই এবং মাও জেডং এর সঙ্গে তোলা। চীনা মুক্তিযুদ্ধের সময় তিনি অসুস্থ এবং ইউএসএসআর-এ (সোভিয়েত প্রজাতন্ত্র) হাসপাতালে ভর্তি থাকার জন্যে সমালোচিত হওয়ার কারণে তাকে মুছে ফেলা হয়েছে।