ফিলিপাইন: মার্কিন নৌবাহিনীর জাহাজে ‘সংরক্ষিত’ তুব্বাতাহা প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত

সুলু সাগরে মার্কিন যুক্তরাস্ট্রের নৌবাহিনীর একটি মাইন সরানোর জাহাজ ইউএসএস গার্ডিয়ান তুব্বাতাহা রিফ (প্রবালপ্রাচীর) এর প্রবালের ক্ষতি করলে ফিলিপিনো নেটনাগরিকরা, পরিবেশবিদ এবং জাতীয়তাবাদীরা ক্ষুদ্ধ হয়েছে। মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইট অনুসারে তাদের জাহাজ

১৭ই জানুয়ারি স্থানীয় সময় রাত ২:২৫ টায় ম্যানিলার ৬৪০কিলোমিটার (৪০০মাইল) দক্ষিণে সুলু সাগরের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তুব্বাতাহা প্রবালপ্রাচীর জাতীয় সামুদ্রিক পার্কের মাটিতে দাঁড়িয়ে পড়েছে।

তুব্বাতাহা প্রবালপ্রাচীর একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছে ১৯৯৩ সালে। এটি জাহাজ চলাচল নিষিদ্ধ একটি সংরক্ষিত সামুদ্রিক এলাকা।

তবে ইউএসএস গার্ডিয়ান (কোন) পূর্ব অনুমোদন ছাড়াই সামুদ্রিক পার্কে প্রবেশ করেছে। এছাড়াও মার্কিন জাহাজের নৌ-কর্মীরা পার্কের রক্ষীদের থেমে থাকা জাহাজ পরিদর্শন করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গিয়েছে। পরিবর্তে রক্ষীদের শুধু ম্যানিলাস্থ মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

মার্কিন নৌবাহিনী দাবি করেছে যে “ভুল স্থান চিহ্নিতকরণে“র কারণে জাহাজটি মাটিতে দাঁড়িয়ে পড়েছে এবং যে তারা ঘটনাটির তদন্ত করে দেখছে।

‘ক্ষতিগ্রস্ত প্রবালপ্রাচীরের জন্যে ন্যায়বিচার’, তুব্বাতাহা প্রবালপ্রাচীর প্রাকৃতিক পার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আহবান।

টুইটার প্রতিক্রিয়া

টুইটারে অনেক প্রতিক্রিয়া এসেছে এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্কিং সাইট মার্কিন নৌবাহিনীকে নিয়ে মজা করেছে।

@নীল_ইগুয়ানা: মাইন সরানোর জাহাজ কেন তুব্বাতাহার সংরক্ষিত অঞ্চলে ঢুকে পড়েছে?  এটা কি চিত্তবিনোদনের জন্যে নাকি সিগা লাং তালাগা সিলা? [নাকি আসলেই শুধু হঠাৎ করে?]

@কার্লোস্কন্ডে: এপল মানচিত্রের নিকুচি করি! “@ডিজেস্তানা: মার্কিন নৌবাহিনী: ইউএসএস গার্ডিয়ান তুব্বাতাহা প্রবাল প্রাচীরের মাটিতে নেমে আসার সম্ভাব্য কারণ হিসেবে মানচিত্রের ত্রুটিকে দেখিয়ে দেওয়া হয়েছে”

@ভেঞ্জি: এটা প্রবাল প্রাচীরের ত্রুটি, তারা বাইরে পা ফেলেনি।  #তুব্বাতাহাবাঁচাও #মার্কিনসেনাহটাও pic.twitter.com/ohj2Rrfa

তুব্বাতাহা’র হাঙ্গর। ছবি সাইমন হেফটি, শুইজ, উইকিপিডিয়া

কিছু কিছু টুইট ছিল মার্কিন নৌবাহিনীর জাহাজের সংরক্ষিত প্রবাল প্রাচীর এবং পরিবেশের করা ক্ষতি কেন্দ্রিক।

@ক্যামিলবি: অন্যান্য খবর অনুসারে তুব্বাতাহা প্রবাল প্রাচীরে রক্তপাত হচ্ছে। জরিমানার কোন পরিমাণই একে তার সাবেক মহিমায়  ফিরিয়ে আনতে পারবে না, অন্ততঃ ২০,০০০ বছরের মধ্যে।

@আর্নল্ডপ্যাডিলা: সুবিক সাগরে বিষাক্ত বর্জ্য ফেলার পরে একটি মার্কিন জাহাজ তুব্বাতাহা প্রবাল প্রাচীরের মাটিতে থেমেছে। ফিলিপাইনে মার্কিন সৈন্যদের অপরাধ ক্রমেই বাড়ছে http://shar.es/4B1XV

@একোসিয়াইস: মাইন অপসারনের জাহাজ থেকে প্রবালবিধ্বংসী এবং প্রবাল প্রাচীরবিধ্বংসী! #তুব্বাতাহাবাঁচাও #তুব্বাতাহা

 

অনেকে এছাড়াও ফিলিপাইনের সীমানায় ‘উদ্ধত’ মার্কিন সামরিক বাহিনীর ফিলিপাইনের সার্বভৌমত্ব লংঘনের নিন্দা করেছে।

@টনিওক্রুজ: দূর্ঘটনাক্রমে কোন ফিলিপিনো পর্যটক মাউন্ট রাশমোরের ক্ষতি সাধন করলে অথবা মলের কোন ল্যান্ডমার্কে আছড়ে পড়লে নিশ্চয়ই মারাত্মক প্রতিক্রিয়া হতো।

@অটোমারল্লো: আঘাতের উপর অপমান,  যুক্ত, অভিযুক্ত ইউএসএস গার্ডিয়ানের নাবিকেরা পার্কের রক্ষীদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। নামান #তুব্বাতাহা

@ন্যাটোরেইয়েস: মার্কিন নৌবাহিনীকে অননুমোদিত প্রবেশ এবং প্রবাল প্রাচীরের ক্ষতি সাধনের জন্যে দায়ী করা উচিৎ

অন্যান্যরা এই বিষয়ে নীরবতার জন্যে এবং এই অঞ্চলে মার্কিন রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের পক্ষে কথিত ক্রীড়নক ভূমিকা পালনের জন্যে রাষ্ট্রপতি বেনিনো “নয়নয়” ৩য় একুইনোর প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে।

@edikdolotina: Bakit walang statements sina Valte at Lacierda re US warship stuck in our #Tubbataha ? #SaveTubbataha

@এডিকডোলোটিনা: কেন [রাষ্ট্রপতির মুখপাত্র] ভালতে এবং ল্যাসিয়ের্দা আমাদের # তুব্বাতাহাতে মার্কিন রণতরী আটকে যাওয়ার বিষয়ে বিবৃতি জারি করছে না? #তুব্বাতাহাবাঁচাও

@thejaqpot: Ano PNoy, NGANGA na lang? Kung maka-putak pag may incursions ang China. Pero pag US, ok lang?#TUTAmuch #SaveTubbataha

@দিজ্যাকপট: তবে এখন কী [রাষ্ট্রপতি নয়নয়]? চীনা অনুপ্রবেশের সময় আপনি কেমন প্যাঁকপ্যাঁক করেন? কিন্তু মার্কিন যুক্তরাস্ট্র এটা করলে ঠিক আছে? #যথেষ্টক্রীড়নক #তুব্বাতাহাবাঁচাও

@টনিওক্রুজ: চীনা জাহাজ পাতাঙের দূরবর্তী জলসীমায় প্রবেশ করলে ম্যাকালাঙে হৈচৈ পড়ে গিয়েছিল। আর মার্কিন রণতরী তুব্বাতাহা প্রবাল প্রাচীরে আছড়ে পড়লে প্রাসাদ চোখ বন্ধ করে রয়েছে।

এছাড়াও অনেকেই অবিলম্বে ফিলিপাইনের সংবিধান লংঘন করে দেশে মার্কিন বাহিনীর উপস্থিতির সুযোগ করে দেওয়া সফরকারী বাহিনী চুক্তি (ভিএফএ) বাতিলের প্রয়োজনের কথা উল্লেখ করেছেন।

@jc_naguit: Ang epekto ng VFA sa ating teritoryo! #SaveTubbataha! #JunkVFA! #Hypocrisy! pic.twitter.com/W5bpaI6I

@জেসি_নাগুইট: এটি আমাদের অঞ্চলে ভিএফএ’র (কু)প্রভাব! #তুব্বাতাহাবাঁচাও! #ভিএফএত্যাগকর! #ভণ্ডামি! pic.twitter.com/W5bpaI6I

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .