প্রতিবেদন অনুসারে তালেবানদের এক সামরিক নেতা মৌলভি নাজির একটি মার্কিন ড্রোনের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের নাগরিক ও সামরিক বাহিনীর প্রতিক্রিয়া কী হতে পারে; সামাজিক মিডিয়া সাইট টুইটার ও ব্লগগুলোতে এ নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।
দি নিউজ ট্রাইব ব্লগ প্রতিবেদন করেছে যে তার গাড়িকে নিশানা করা হয়েছিলঃ
পেশোয়ারঃ বুধবার-বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের উত্তর পশ্চিমে আদিবাসী এলাকা উত্তর ওয়াজিরিস্তানে একটি মার্কিন ড্রোন হামলায় নিহত অন্য পাঁচজনের মধ্যে তালেবানদের প্রধান অধিনায়ক মোল্লা নাজির ছিলেন।
আদিল শাহজেব এ বিষয়ে নিশ্চিত করেনঃ
@আদিলশাহজেব (আদিল শাহজেব): “দক্ষিণ ওয়াজিরিস্তানের অ্যাঙ্গর আড্ডায় মৌলভি নাজির নিহত হয়েছেন”। “আমরা মসজিদের লাউডস্পীকারে নাজিরের মৃত্যুর ঘোষণা শুনেছি”
এক্সপ্রেস ট্রিবিউনের সাংবাদিক ও সম্পাদক, ওমর কুরায়শী মত দেনঃ
@ওমরকুরায়শী (ওমর আর কুরায়শী): ড্রোন হামলায় মৌলভি নাজিরের মৃত্যুর সংবাদে পাকিস্তানিদের মনোভাব অনুমেয়।
@ওমরকুরায়শী (ওমর আর কুরায়শী): সালিম শাহজাদের ভাষ্য অনুযায়ী ২০০৬ সালে কান্দাহারে মৌলভি নাজির পাক সেনাবাহিনীর সাথে একটি “শান্তি চুক্তি” করেছিলেন।
ওমর ওয়ারাইচ, অপর এক পাকিস্তানি সাংবাদিক টুইটবার্তা করেনঃ
@ওমরওয়ারাইচ (ওমর ওয়ারাইচ): মোল্লা নাজির ড্রোন হামলায় নিহত হয়েছেন। এটি পাকিস্তানি সেনাবাহিনীর জন্য একটা ধাক্কা।
আরেকটি টুইটবার্তায় তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেনঃ
@ওমরওয়ারাইচ (ওমর ওয়ারাইচ):মোল্লা নাজির অনেকদিন পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সদ্ভাব বজায় রেখেছেন। উজবেক সেনাবাহিনীতে নেয়ার জন্য তাকে এফসি কাস্টেডি থেকে মুক্তি দেয়া হয়েছিল।
আলি মুস্তফা টুইটবার্তা করেনঃ
@আলি_মুস্তফা (আলি মুস্তফা): মৌলভি নাজিরের মৃত্যুর ফলাফল পাকিস্তানি সামরিক বাহিনী আর মার্কিনিদের মধ্যে সমঝোতা তৈরি করতে পারে – হতে পারে… http://lnkd.in/fiVxz7
অপরদিকে আসাদ মুনির মত দেনঃ
@আসাদমুনির৩৮ (আসাদ মুনির): মৌলভি নাজিরের মৃত্যুর প্রতিক্রিয়া হিসেবে তার অনুসারীরা দক্ষিণ ওয়াজিরিস্তানের আহমেদজাই ওয়াজির এলাকার সামরিক বাহিনী/দলের উপর আক্রমণ করতে পারে।
যাহোক, নিউজ পাকিস্তান তাদের ব্লগে প্রতিবেদন দিয়েছেঃ
তালেবানরা এ ঘটনা প্রত্যাখ্যান বা স্বীকার কোনটাই করে নি।