- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সিরিয়াঃ টুইটারে দলত্যাগে মধ্যস্ততা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সিরিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, মানবাধিকার, রাজনীতি, সরকার

নিচের রিপোর্ট অনুযায়ী প্রাক্তন সিরিয় মুখপাত্র জিহাদ মাকদিসি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। ২৫ ডিসেম্বর তারিখে সক্রিয় কর্মী রামি জারাহ [1], যিনি আলেকজান্ডার পেজ নামেও পরিচিত তিনি কিছু ব্যক্তিগত টুইটার বার্তা প্রকাশ করেছেন। এই টুইটার বার্তাগুলোতে দেখা যাচ্ছে, মাকদিসি গত কয়েক মাস ধরে তাঁর সাথে যোগাযোগ রেখে যাচ্ছিলেন। সম্ভবত এ কারণে টুইটার ব্যবহারকারিরা এর নাম দিয়েছেন “ইতিহাসের প্রথম দলত্যাগের আলোচনা।”

২৫ ডিসেম্বর তারিখে ৪৭-তম [2]টুইটঃ [3]

আমি মনে করি @আলেকজান্ডারপেজএসওয়াই [4] এই মাত্র ইতিহাসের প্রথম দলত্যাগের আলোচনার অংশ হলেন। @মাকদিসির [5]সাথে তাঁর ডিএমগুলোর (টুইটারে সরাসরি বার্তা) স্ক্রিনশটটি খুঁজে দেখুন।

প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব আগস্টে যখন দেশ ছেড়ে চলে যান তখন থেকে মাকদিসি ছিলেন সিরিয় সরকারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য। মার্চ ২০১১ তারিখে বিপ্লবের শুরু থেকে এবং প্রকাশ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে, মাকদিসি পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এই দলত্যাগ সেই শাসনতন্ত্রের জন্য আরও একটি বড় আঘাত, যেখানে দেশটি তাঁর নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে। রুটির জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষামান সিরিয় লোকদের ওপর সাম্প্রতিক যে মারাত্মক বিমান হামলাটি [6] চালানো হলো তা থেকে আমরা এটাই দেখতে পাই।

জারাহ যে বার্তাগুলো প্রকাশ করেছেন তাতে জুলাই মাসে তাঁর ও মাকদিসির মধ্যকার কথোপকথন দেখা যাচ্ছে। প্রথম দফায় প্রকাশিত কিছু বার্তায় দেখা যাচ্ছে জারাহ নিজেকে একজন সিরিয় নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। তাঁর পাসপোর্ট ছিনতাই হয়ে গেছে এবং একজন বিদেশী এজেন্ট হিসেবে তিনি অভিযুক্ত হয়েছেন। মাকদিসি উত্তরে বলেছেনঃ

জারাহকে কীভাবে সিরিয়াতে পালিয়ে আসতে হয়েছিল সে কাহিনী তিনি নিচের বার্তাগুলোতে শেয়ার করেছেন এবং মাকদিসির কাছে জানতে চেয়েছেনঃ

 

নিচের ডিএমগুলোতে (টুইটারে সরাসরি বার্তা) জারাহ শুধু একনায়কত্বের বিরুদ্ধে নয় বরং যেকোন বিদেশী শক্তির বিরুদ্ধেই যুদ্ধ করতে চান বলে জানিয়েছেন। যারা দেশের অস্থিরতার সুযোগ নিয়ে লাভবান হতে চায়ঃ

নিচের বার্তাগুলোতে দেখা যাচ্ছে একই ধারাবাহিক বর্ণনা, যা আসাদ প্রশাসন শক্ত হাতে শাসন করার প্রয়োজনীয়তা সমর্থন করতে এবং সবকিছুর উপর কর্তৃত্ব বজায় রাখতে কয়েক দশক ধরে ব্যবহার করে আসছে। অপরদিকে মাকদিসিও জোর দিয়ে বলেছেন, “সহিংসতা থেকে দূরে থাকা ও সংলাপকে সমর্থন করা প্রয়োজন”ঃ

২১ জুলাই তারিখে আরও একটি কথোপকথনে মাকদিসি সিরিয়ার বিরোধীদলের প্রতি তাঁর আস্থাহীনতার কথা বলেছেনঃ

শেষ বার্তাটিতে জারাহ শেয়ার করেছেন, মাকদিসি বলেছেন তিনি তাঁর সুপারিশগুলো বিবেচনা করবেনঃ

গ্লোবাল ভয়েসেস অনলাইনকে জারাহ বলেছেন, মাকদিসির সাথে তাঁর কথোপকথনের অন্য রেকর্ডগুলোও তাঁর কাছে আছে। সাবেক এই মুখপাত্রের ভূমিকা এখন থেকে কেমন হবে? টুইটার ব্যবহারকারিরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তিনি আসাদের কাজ করার পরিবর্তে সিআইএ-র কাজ করছেন। কিনদাকানবার [7] টুইট করেছেনঃ [8]

দ্য গার্ডিয়াননিউজ সিরিয়ার খবর অনুযায়ী, মাকদিসি [5] আসাদের [9] জন্য কাজ করার পরিবর্তে সিআইএ [10]-র জন্য কাজ করতে এখন ওয়াশিংটনে [11] আছেন।

http://www.guardian.co.uk/world/2012/dec/24/syrian-official-us-intelligence-agencies [12]

রামি জারাহ এই বছরের সিজেএফই ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম পুরস্কার [13] বিজয়ী। জিহাদ মাকদিসির সাথে তাঁর বাকি কথোপকথন দেখা যাবে এখানে।