বেথেলহেমে বড় দিনের উৎসব

যিশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত বেথেলহেমে ক্রিসমাস/বড় দিন পালিত হয়েছে। বিশ্বব্যাপী কোটি কোটি লোকের উৎসব উদযাপনের ছবি এবং নেটিজেনদের এর প্রতিক্রিয়া শেয়ার করার চেয়ে এই উপলক্ষ উদযাপনের জন্য আর কি ভালো উপায় থাকতে পারে?

ইসরাইল সাংবাদিক জোসেফ ডানা ক্রিসমাস ট্রি’র আলোকসজ্জা দেখার জন্য বেথেলহেমে ছিলেন এবং নিচের ছবিটি শেয়ার করেছেনঃ

The lighting of the Xmas tree in Bethlehem

বেথেলহেমে ক্রিসমাস ট্রি’তে আলোকসজ্জা। ছবিটি টুইটারে শেয়ার করেছেন @ইবনেযরা 

লরেন বহন একই উদযাপন থেকে গাছটির একটি কাছাকাছি ছবি শেয়ার করেছেনঃ

Beautiful Christmas tree lighting in Bethlehem

বেথেলহেমে ক্রিসমাস ট্রি’র অপূর্ব আলোকসজ্জা, টুইটারে @লরেনবহন এর মন্তব্য

এবং মাআথ মুস্লেহ বেথেলহেমের আলোকিত রাস্তার ক্রিসমাসের প্রস্তুতির ছবি শেয়ার করেছেনঃ

Bethlehem streets lighting up for Christmas

বেথেলহেমের রাস্তাগুলোতে ক্রিসমাস উপলক্ষে আলোকসজ্জা, @মাআথমুস্লেহ টুইট করেছেন, যিনি ছবিটি শেয়ারও করেছেন।

আহমেদ আগাওউর এই দিনের গাছটির ছবি পোস্ট করেছেনঃ

সবচেয়ে সুন্দর # ক্রিসমাস ট্রি, ডানে যেখানে এটি অবস্থিত। মেরি ক্রিসমাস। #বেথেলহেম #ফিলিস্তিন, টুইট করেছেন @সাইফেরিয 

এবং ড্যানিয়েল আক্লেহ ইউ টিউবে উৎসবে গাছটির আলোকসজ্জার এই ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে একটি বাজি প্রদর্শনও রয়েছে।

মেরি ক্রিসমাস (শুভ বড়দিন)!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .