যিশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত বেথেলহেমে ক্রিসমাস/বড় দিন পালিত হয়েছে। বিশ্বব্যাপী কোটি কোটি লোকের উৎসব উদযাপনের ছবি এবং নেটিজেনদের এর প্রতিক্রিয়া শেয়ার করার চেয়ে এই উপলক্ষ উদযাপনের জন্য আর কি ভালো উপায় থাকতে পারে?
ইসরাইল সাংবাদিক জোসেফ ডানা ক্রিসমাস ট্রি’র আলোকসজ্জা দেখার জন্য বেথেলহেমে ছিলেন এবং নিচের ছবিটি শেয়ার করেছেনঃ
লরেন বহন একই উদযাপন থেকে গাছটির একটি কাছাকাছি ছবি শেয়ার করেছেনঃ
এবং মাআথ মুস্লেহ বেথেলহেমের আলোকিত রাস্তার ক্রিসমাসের প্রস্তুতির ছবি শেয়ার করেছেনঃ
আহমেদ আগাওউর এই দিনের গাছটির ছবি পোস্ট করেছেনঃ
এবং ড্যানিয়েল আক্লেহ ইউ টিউবে উৎসবে গাছটির আলোকসজ্জার এই ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে একটি বাজি প্রদর্শনও রয়েছে।
মেরি ক্রিসমাস (শুভ বড়দিন)!