- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রুটির লাইনে দাঁড়ানো অপেক্ষারত সিরিয়ানদের হত্যা করল আসাদের বিমানবাহিনী

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সিরিয়া, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ

এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ [1] এর বিশেষ কভারেজ এর অংশ। 

সিরিয়ার সরকার হামা শহরের হালফায়াতে একটি বেকারির সামনে রুটির জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত সিরিয়ানদের ওপর একটি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। হামলায় শহরের প্রায় ৯০ থেকে ৩০০ জন লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে । সাম্প্রতিক সময়ে বিদ্রোহীরা দাবি করে আসছিল যে তারা শহরটিকে আসাদ বাহিনীর হাত থেকে মুক্ত করেছে। এ ঘটনায় অনলাইনে স্বক্রিয় কর্মীরা প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছে। কারণ, এখনও বিশ্বে নিষ্পাপ লোকেদের হত্যা করা অব্যাহত রয়েছে।

এই হামলার পরিণাম স্বরুপ ছিন্নভিন্ন লাশের হৃদয়বিদারক ছবি এবং আক্রমণের পরমুহূর্তের ভিডিওগুলো সব অনলাইনে ছড়িয়ে পড়ছে, যা ধ্বংসযজ্ঞকেই তুলে ধরেছে । [এখানে [2] কিছু ভিডিওর লিঙ্ক টুইট করেছেন সাংবাদিক ইরিন কানিংহাম।]

লিলা নাচাবতি রিগো লিখেছেনঃ

 @লিলা_নাঃ [3] সিরিয়ান শাসণতন্ত্রের নতুন কৌশল হচ্ছে বেকারিগুলোতে বোমা হামলা চালানো। হামাতে আজ ২০০ লোক মারা গেছে। একটি বেপরোয়া গণহত্যা। ধ্বংসযজ্ঞ। #সিরিয়া

সিরিয়ান রাফিফ জোয়াজাতি তাঁর ক্রোধ প্রকাশ করে টুইট করেছেনঃ

@রাফিফজেঃ [4] আমরা অপেক্ষায় আছি যে বিশ্ব নেতারা “আমরা তীব্রভাবে এই ঘটনার নিন্দা জানাই ধরণের কথা..” না বলে কিছু একটা করবেন। #হালফায়া_গণহত্যা #সিরিয়া

তিনি আরো লিখেছেনঃ

@রাফিফজেঃ [4] ইতিহাসের পাতাগুলোকে দেখাতে দিন #আসাদ যখন একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন বিশ্ব শুধু অথর্বের মতো তাকিয়ে দেখছে এবং কিছু কড়া কথা বলা ছাড়া আর কিছুই করছে না। #সিরিয়া

এবং একজন রাগান্বিত রাজান ঘাজাবি ব্লগে [4] লিখেছেনঃ

হালফায়াতে শহীদদের চোখের দিকে তাকিয়ে দেখুন এবং সাহস থাকলে আমাকে বলুন যে সিরিয়ার “ইসলাম পন্থিদের” ব্যাপারে আপনি উদ্বিগ্ন। আবর্জনা কোথাকার, সাহস থাকলে আমাকে বলুন যে আপনি “এফএসএ মানবাধিকার লঙ্ঘনের” বিষয়ে উদ্বিগ্ন, “গৃহযুদ্ধের” বিষয়ে উদ্বিগ্ন, কাতার ও দক্ষিণ আফ্রিকার বিষয়ে উদ্বিগ্ন এবং এই কারনে আপনি জনগনের বিপ্লবকে সমর্থন করেন না।

সুতরাং আপনি উদ্বিগ্ন। আমি বুঝতে পেরেছি। তা অনেক কিছু ব্যাখ্যা করেছে। অবশ্যই।

নিউজফ্ল্যাশঃ যে সময় আপনি সিরিয়ার জনগণকে পরিত্যাগ করেছেন, সিরিয়ার জনগণও সে সময় আপনাকে পরিত্যাগ করেছে। হাবিবির সম্পর্কে আপনি কি চিন্তাঃ আপনি ও আপনার সভ্যতার অস্তিত্ব আমাদের সময় ও স্থানে নেই। সবকিছু শেষ। আপনি এবং আমি আর ভাই ভাই নই।

এছাড়াও শান্তি দূত লাখদার ব্রাহিমি “সমাধানের দালাল” মিশনের একটি অংশ হিসেবে আজ সিরিয়া এসেছেন।

হাসান হাসান নোট লিখেছেনঃ

@এইচহাসান১৪০ [5]: হালফায়া গণহত্যা, ব্রাহিমির দামাস্কাস আগমনকে উপলক্ষ করে উদযাপন করা হচ্ছে। তাদের লজ্জা হওয়া উচিৎ যারা এখনও আশা করেন আসাদ গায়ের জোড় ছাড়া অন্যকিছু বুঝবেন।

তিনি আরও লিখেছেনঃ

@এইচহাসান১৪০ [5]: ইতিহাসঃ আজকের দিনে লাখদার ব্রাহিমি দামাস্কাস সফরে এসেছেন আসাদের সাথে আলোচনায় বসতে, যে কিনা হালফায়াতে রুটির জন্য লাইনে দাঁড়ানো ৩০০ লোককে হত্যা করেও বুক ফুলিয়ে কথা বলছে।


এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ [1] এর বিশেষ কভারেজ এর অংশ।