- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

স্পেন: সরকারের “বুমেরাং” হ্যাশট্যাগ

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, স্পেন, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, স্বাস্থ্য

স্পেন সরকার সব রঙের “জোয়ারে” প্লাবিত: শিক্ষা এবং সংস্কারের বিরুদ্ধে অধ্যাপক, ছাত্র, অভিভাবকদের “সবুজ জোয়ার [1]” [স্প্যানিশ ভাষায়], বিচার বিভাগীয় ব্যবস্থা ও আইন ব্যবহারে ফি (পারিশ্রমিক) প্রয়োগের বিরুদ্ধে বিচারক, অভিযোক্তা ও আইনজীবীদের “কালো জোয়ার [2]” [স্প্যানিশ ভাষায়] এবং সামাজিক নিরাপত্তা্র সংস্কার ও বিভিন্ন সম্প্রদায়ের স্বশাসিত হাসপাতালের বেসরকারিকরণের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের “সাদা জোয়ার [3]” [স্প্যানিশ ভাষায়]।

স্পেনের স্বাস্থ্যপরিষেবা ব্যবস্থাপনা স্বশাসিত (আঞ্চলিক) সরকারগুলো [4]র উপর নির্ভর করে। এসব স্বশাসিত সরকারের কিছু কিছু অর্থনৈতিক সংকট এবং তাদের বাজেট কর্তনের কারণে তাদের হাসপাতাল ব্যবস্থাপনাকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে এই জন্যে যে (অপেক্ষাকৃত) ছোট একটি বাজেটের মধ্যে বেসরকারী কোম্পানীগুলো একই সেবা প্রদান করতে পারবে এবং অবশ্যই এদের শেয়ারগ্রাহকদের জন্যে তা লাভজনকও করতে পারবে।

স্পেনের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেশটির রাজধানী মাদ্রিদের অন্যতম একটি স্বশাসিত সম্প্রদায়ের হাসপাতালের পরিচালনা বেসরকারিকরণ করা হচ্ছে। অন্যান্য সম্প্রদায়ের মতো মাদ্রিদের হাসপাতালটির স্বাস্থ্য কর্মীরা সংগঠিত হয়ে এইসব পদক্ষেপ প্রতিরোধে ধর্মঘট, মিছিল এবং বিক্ষোভ ছাড়াও হাসপাতালগুলোর রোগীদেরকে বিপদ – তাদের মতে, স্বাস্থ্য ব্যবস্থা এবং নীতি সংক্রান্ত ইউরোপীয় পর্যবেক্ষণ কেন্দ্রে [5]স্পেনের উপর ২০১০ সালের প্রতিবেদনে [6] [স্প্যানিশ ভাষায়] করা বিভিন্ন মন্তব্য – সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে আরো অন্যান্য কর্মকাণ্ড আয়োজন করছে। এতে তারা জানিয়েছে যে:

Una marea blanca de sanitarios se manifiesta en contra de las políticas sanitarias del gobierno. Foto del blog Kinkalla [7]

সরকারের স্বাস্থ্যনীতির বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের “সাদা জোয়ার” একটি বিক্ষোভ। ছবি কিনকালা ব্লগ থেকে নেওয়া।

(…)  el SNS [Sistema Nacional de Salud] ha hecho gala de una notable capacidad para generar buenos resultados sostenibles con arreglo a distintos parámetros de rendimiento.

(…) Estos logros se han alcanzado con un nivel relativamente bajo de gasto (…) inferior al promedio europeo. La conclusión que puede extraerse de estos datos es que, en términos generales, los ciudadanos españoles disfrutan de un sistema sanitario con una buena relación coste-calidad.

(…) এসএনএস [জাতীয় স্বাস্থ্যপরিসেবা ব্যবস্থা] বিভিন্ন কর্মক্ষমতা পরিমিতির পরিমাপে টেকসই ফলাফল তৈরীর একটি অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে।

(…) ইউরোপীয় গড়ের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে (…) এই সব লক্ষ্য অর্জিত হয়েছে। এই উপাত্ত থেকে উপসংহার টানা যায় যে স্প্যানিশ নাগরিকরা খরচ ও গুণগতমান অনুসারে একটি ভাল স্বাস্থ্যপরিসেবা ব্যবস্থা উপভোগ করছে।

এইসব বিক্ষোভ এবং জনমতের মধ্যে ধীরে ধীরে ঢুকে যাওয়া তথ্যগুলো মোকাবেলা করার জন্যে মাদ্রিদের পিপলস পার্টি (পিপি) ১২ই ডিসেম্বর তাদের নিজস্ব তথ্য প্রচারাভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পিপলস্ পার্টি [8] [স্প্যানিশ ভাষায়] টুইটার হ্যাশট্যাগ #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [9] [তাদেরকে আপনার স্বাস্থ্য পরিষেবা নষ্ট করতে দিবেন না] তৈরি করে তা স্বাস্থ্যপরিষেবা সংস্কারের তাদের দৃষ্টিভঙ্গী ব্যাখ্যা করা বিভিন্ন টুইট আপলোডে ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ:

@ppmadrid [10]: No se está diciendo la verdad. Algunos sólo defienden ciertos privilegios, demandas salariales y retributivas. #quenotelienconlasanidad [11]

@পিপিমাদ্রিদ [10]: সত্য বলা হচ্ছে না। কেউ কেউ শুধুমাত্র কিছু নির্দিষ্ট অধিকার, বেতনের দাবী এবং ক্ষতিপূরণের পক্ষ নিয়েছে। #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11] [স্প্যানিশ ভাষায়]

@ppmadrid [12]: Con menor presupuesto, si no se afrontan reformas el sistema público sanitario estaría en riesgo. #quenotelienconlasanidad [11]

@পিপিমাদ্রিদ [12]: একটি ন্যূনতম বাজেটে সংস্কার নিশ্চিত না হলে জনস্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটি ঝুঁকিতে পড়ে যাবে। #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11]

প্রচারাভিযানটির উদ্যোক্তারা সম্ভবতঃ হাজার হাজার নেটনাগরিকদের পিপি’র হ্যাশট্যাগে টুইটের বন্যা বইয়ে দেওয়ার সুযোগ নিয়ে একে এর স্রষ্টাদের উদ্দেশ্যের একেবারে ভিন্ন কারণে বহুল আলোচিত করিয়ে দেওয়ার বিষয়টি হিসেব করেনি।।

হ্যাশট্যাগটি ব্যবহারকারীদের মধ্যে পিপি’র কাছে তাদের মতামত পৌঁছানো নিশ্চিত করেছেন এমন টুইটার ব্যবহারকারীদের অন্যতম অস্কার জি [13]  (@অস্কারভিকে [14]), জেমা সি আর [15] (@এমেজিসিআর [16]), বে-তা-ইউ [17] (@মেডিকব্লাস্টো [18]) এবং নেল ম্যাককিনন এট [19] (@গ্যাডিলেন [20]):

@oscarvk [14]: ya me va quedando todo más claro… jua, jua,jua !!! gracias al pp por dejarnos explicarlo todo aki !!! #quenotelienconlasanidad [11]

@অস্কারভিকে [14]: আমার কাছে সবকিছু ধীরে ধীরে পরিস্কার হয়ে উঠছে… হে, হে, হে!!! আমাদেরকে এখানে সবকিছু ব্যাখ্যা করতে দেওয়ার জন্যে পিপি’কে ধন্যবাদ!!! #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11]

Cartel en una manifestación: «¿Diagnóstico? Eso era antes. Le estoy haciendo un presupuesto». Foto de la página de Facebook «A disfrutar de lo votado» [21]

বিক্ষোভের একটি পোস্টার: “রোগ নির্ণয়?  সেটা আগে করা হয়েছে। আমি আপনার জন্যে একটি বাজেট তৈরি করছি।” “আপনি যার জন্যে ভোট দিয়েছেন তা উপভোগ করুন” ফেসবুক পৃষ্ঠা থেকে।

@amegcr [16]: Ayer no pagaba medicina, hoy si. Hoy no pago ambulancia,mañana si. Mañana no pago sanidad, pasado mañana? #quenotelienconlasanidad [11]

@এমেজিসিআর [16]: গতকাল আমাকে ঔষধের জন্যে টাকা দিতে হয়নি, আজ আমি দিয়েছি। আজকে আমি একটা এম্বুলেন্সের টাকা দিচ্ছি না, আগামীকাল আমি দিবি। আগামীকাল আমি স্বাস্থ্যপরিষেবার জন্যে খরচ করবো না, কিন্তু তারপর আগামীকাল? #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11]

@medicblasto [18]: Todo vuelve al mismo punto…QUE YA SE HA PROBADO en Alzira Y NO FUNCIONA. #quenotelienconlasanidad [11] [Vídeo sobre el Hospital semiprivado de Alzira [22]]

@মেডিকব্লাস্টো [18]: সবকিছুই একই বিন্দুতে ফিরে আসে… এটা ইতোমধ্যে আলজিরাতে পরীক্ষিত এবং এটা কাজ করেনি। #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11] [আলজিরাস্থ আধা-বেসরকারী হাসপাতাল সম্পর্কিত ভিডিও [22]]

@Gadylen [20]: Lo próximo será cobrar la entrada en los centros de salud y hospitales y sin derecho a consumición / tratamiento #quenotelienconlasanidad [11]

@গ্যাডিলেন [20]: পরবর্তী তারা ভোগের /চিকিৎসার অধিকার ছাড়াই স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে প্রবেশের জন্যে একটি ফি আদায় করবে #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11]

এঞ্জেল [23] (@এঞ্জেলএফমেরিন [24]) এবং ইয়েফরি বোমন [25] (@ইয়েফরিবোমন [26]) এর মতো কিছু কিছু নেটনাগরিক উল্লেখ করেছেন যে পিপি’র রডরিগো রাতো [27], সাবেক রাষ্ট্রপতি আজনার [28] বা মারিয়া ডোলোরেস দে কোস্পেদাল [29]  এবং তার স্বামীর মতো শীর্ষস্থানীয় বিভিন্ন নেতাদের ঘনিষ্ট বিভিন্ন ব্যক্তির শেয়ার আছে এমন একটি কোম্পানী ক্যাপিও [30] [স্প্যানিশ ভাষায়] ইতোমধ্যে অন্যান্য স্বশাসিত সম্প্রদায়ের কয়েকটি হাসপাতাল ব্যবস্থাপনা করছে।

@angelfmarin [24]#quenotelienconlasanidad [11] A ver si os creéis que los cochazos de los consejeros de Capio se pagan solos.

@এঞ্জেলেফমেরিন [24]#কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11] দেখা যাক আপনি বিশ্বাস করেন কিনা যে ক্যাপিও নির্বাহীদের কাল্পনিক গাড়িগুলো নিজেদের খরচ যোগায়।

@yefribomon [26]#quenotelienconlasanidad [11] Capio es una empresa sin ánimo de lucro, como el Instituto Noos [El caso Noos y el yerno del rey [31]]

@ইয়েফরিবোমন [26]: নুস ইনস্টিটিউটের [নুস এবং রাজার জামাতার ঘটনা [31]] মতো #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11] একটি অলাভজনক সংস্থা মাত্র

El personal sanitario del Hospital La Paz pregunta: ¿Se ha puesto algún límite a los beneficios de las empresas concesionarias? ¿Y al sueldo de sus gerentes? Foto del blog «La voz del HULP» [32]

লা পাজ হাসপাতালের কর্মীদের প্রশ্ন: সুবিধাপ্রাপ্ত কোম্পানীগুলোর লাভের কোন সীমা আছে কী? এবং তাদের ব্যবস্থাপকদের বেতনের? ছবি “এইচইউএলপি’র কণ্ঠস্বর” ব্লগ থেকে।

২০১৩ সালের জানুয়ারী মাসে ক্যাপিওর  “ব্যবস্থাপনা” শুরু করা কোয়াডো ভিয়ালবা হাসপাতাল [33]টি [স্প্যানিশ ভাষায়] আগামী বছরের কোন একসময় ছাড়া খোলা হবে না। বছরের এই সময়ে ক্যাপিওকে মাদ্রিদের প্রতি মাসে ৯লক্ষ ইউরোর (প্রায় ৯কোটি ৫৪লক্ষ টাকা) বেশি দিতে হবে।

দান্তেস [34]  [স্প্যানিশ ভাষায়] এবং সান্তিয়াগো হেরেরা [35]  [স্প্যানিশ ভাষায়] আমাদের মনে করিয়ে দিয়েছেন যে সরকার সম্প্রতি দীর্ঘমেয়াদী রোগীদের জন্যে অ্যাম্বুলেন্স চার্জ ঘোষণা করেছে:

@KimeraDantes [36]: Al subir en una ambulancia RECUERDA No hablar con el conductor No levantarte de la camilla LLEVAR el importe exacto

@কিমেরাদান্তেস [36]: একটি অ্যাম্বুলেন্সে উঠার সময় মনে রাখবেন: না ড্রাইভারের সঙ্গে কথা বলবেন না, বিছানা থেকে উঠবেন না, উপযুক্ত ভাংতি (টাকা-পয়সা) সঙ্গে রাখবেন

@Santihehe [37]: Mirad el lado bueno, ahora trae más cuenta pedir una ambulancia que un taxi para ir al aeropuerto. #quenotelíenconlasanidad [38]

@সান্তিহেহে [37]: এর ভাল দিকটি চিন্তা করুন, এখন এয়ারপোর্টে যাওয়ার জন্যে ট্যাক্সির বদলে একটা এম্বুলেন্স ডাকা আরো বেশি অর্থপূর্ণ হবে। #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [38]

অনেক স্পেনীয় কী ভাবছে সেটা বলেছেন সিমোনে সান্তানি [39]:

@simone_santini [40]#quenotelienconlasanidad [11] mintiéron con las pensiones, mintiéron con el rescate, ¿y ahora les vamos a creer con la sanidad? Vamos…

@সিমোনে_সান্তানি [40]#কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11] তারা পেনশন সম্পর্কে মিথ্যা বলেছে, তারা দায়-দেনা মুক্তির জন্যে ঋণ সম্পর্কে মিথ্যা বলেছে, আর তাই এখন আমরা তাদেরকে স্বাস্থ্যপরিষেবা বিষয়ে বিশ্বাস করতে যাচ্ছি? চলুন (তাই করি)…

বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে টুইটের বন্যা অপ্রতিরোধ্য হলেও মনে হচ্ছে কিছু কিছু নজরে আসেনি:

@PPHortaleza [41]: Éxito de la campaña del @ppmadrid [8]  #quenotelienconlasanidad [11] convirtiéndose en TT en la @ComunidadMadrid [42] y España: http://www.europapress.es/madrid/noticia-pp-lanza-campanana-redes-sociales-defender-reforma-sanitaria-nombre-hora-desmentido-20121212114239.html … [43]

@পিপিওর্তালেজা [41]: @পিপিমাদ্রিদ [8]-এর #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [11] প্রচারাভিযানটি @কমিউনিদা্দমাদ্রিদ [42] এবং স্পেনে একটি টিটি (আলোচিত বিষয়) হয়ে উঠছে: http://www.europapress.es/madrid/noticia-pp-lanza-campanana-redes-sociales-defender-reforma-sanitaria-nombre-hora-desmentido-20121212114239.html … [43]

PP de Madrid [8]@ppmadrid [44]: #quenotelienconlaSanidad [45] es TT nacional. Los ciudadanos no se creen las mentiras que se lanzan sobre la Sanidad Pública

পিপি দে মাদ্রিদ [8]@পিপিমাদ্রিদ [44]: #কেনোতেলিয়েনকোলনাসানিদাদ [45] জাতীয়ভাবে চাউর হচ্ছে। নাগরিকরা জনস্বাস্থ্য সম্পর্কে প্রচারিত মিথ্যা বিশ্বাস করে না।

এর প্রতি সের্গেই সান্স [46] [স্প্যানিশ ভাষায়] প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:

@Remensa_S [47]: Si el PP tiene tanta idea de gestionar hospitales como de redes sociales debemos temer por nuestra salud

@রেমেন্সা_এস [48]: পিপি’র হাসপাতাল পরিচালনার ধারণা তাদের সামাজিক নেটওয়ার্ক পরিচালনার মতো হলে আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের ভয় করা উচিৎ।