- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিয়েতনামের ভেজানো সস

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ভিয়েতনাম, খাদ্য, নাগরিক মাধ্যম

ভিয়েতনামে নানান ধরনের বিস্ময়কর সস পাওয়া যায়…। এখানকার হ্যানয় বিয়া হোই-এর দোকানগুলোতে, যদি আপনি চার বা পাঁচ পদের খাবারের আদেশ প্রদান করেন, তাহলে প্রতিটি খাবার–এর সাথে মিলিয়ে খাওয়ার জন্য তৈরি সসও পরপর টেবিলে এসে হাজির হবে।

@স্টিকিইনহ্যানয়-এর মার্ক লরেন্স ভিয়েতনামের জনপ্রিয় ভেজানো সসের [1] পরিচয় করিয়ে দিচ্ছে।