ইয়েমেনের দীর্ঘ প্রতীক্ষিত সেনা পুনর্গঠণ

গতকাল (১৯শে ডিসেম্বর) ইয়েমেনীরা  আনন্দের সঙ্গে বিস্মিত হয়েছে রাষ্ট্রপতি আব্দ-রাব্বু মানসুর হাদির সাহসী সিদ্ধান্ত শুনে: রিপাবলিকান গার্ড এবং প্রথম সাঁজোয়া ডিভিশন বিলুপ্ত করে দিয়ে চারটি ইউনিটে – স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং সীমান্ত বাহিনী – সশস্ত্র বাহিনী পুনর্গঠনসহ অনেকগুলো দীর্ঘ প্রতীক্ষিত ডিক্রি জারি করা হয়েছে।

গতকালকের ডিক্রিগুলোকে স্বাগত জানানো হয়েছে কারণ এতে ইয়েমেনের বিপ্লবের অন্যতম একটি লক্ষ্য – ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি আলী আব্দুল্লাহ সালেহকে উৎখাতের পর ইয়েমেনীদের শীর্ষ দাবি – বাস্তবায়িত হয়েছে। রিপাবলিকান গার্ডের প্রধান পদ থেকে সাবেক রাষ্ট্রপতি সালেহ এর পুত্র আহমেদ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রধান পদ থেকে সালেহ এর ভাগ্নে এহিয়া সালেহ এবং প্রথম সাঁজোয়া ডিভিশনের নেতৃত্ব থেকে জেনারেল আলী মুহসিনকে বরখাস্ত করা ইয়েমেনের রূপান্তরের এবং একটি শক্তিশালী একীভূত সামরিক বাহিনী গঠনের সবচেয়ে বড় অন্তরায় ছিল।

টুইটার অ্যাকাউন্ট @ ইয়েমেন_আপডেটস পরিচালনাকারী ইয়েমেনী সাংবাদিক মোহাম্মদ আলসা’দি তাজা খবরটি টুইট করেছেন:

@ইয়েমেন_আপডেটস: #তাজাখবর: রাষ্ট্রপতি হাদি সেনাবাহিনীর  অধীনস্ত সমস্ত নির্বাহী ক্ষমতা একটি সমন্বয়কারী সত্তা হিসাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করা হয়েছে। #ইয়েমেন

@ইয়েমেন_আপডেটস: #তাজাখবর: রাষ্ট্রপতি হাদি কেন্দ্রীয় নিরাপত্তার অধিনায়কত্ব থেকে সালেহ এর ভাগ্নে এহিয়া সালেহকে সরিয়েছেন। #ইয়েমেন

@ইয়েমেন_আপডেটস: #তাজাখবর: রাষ্ট্রপতি হাদির নতুন সেনাবাহিনী গঠনে রিপাবলিকান গার্ড থেকে আলী মোহসেনকে এবং ১ম সাঁজোয়া ডিভিশন থেকে সালেহ এর পুত্রকে সরিয়ে ফেলা হয়েছে। #ইয়েমেন

এবং সাংবাদিক নাসের আরাবায়ী এটা ব্যাখ্যা করে টুইট করেছেন:

@নারাবায়ী: ইয়েমেনের সেনাবাহিনী হবে স্থল, নৌ, বিমান, সীমান্ত বাহিনী। রিপাবলিকান গার্ড এবং সাঁজোয়া ডিভিশনসহ স্থলবাহিনীর সামরিক অঞ্চল হবে সাতটি।

জাতীয় টেলিভিশনে একজন উপস্থাপকের আরবিতে পঠিত ডিক্রিগুলোর একটি ভিডিও আলকার্শি২০১১-এর মাধ্যমে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে:

অনেক ইয়েমেনী নেটনাগরিকরা এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তবে কেউ কেউ সাবধানতা সহ:

@আফরাহনাসের: রাস্ট্রপতি হাদি এসব নাম মুছে ফেলেছেন তবে এটা পরিষ্কার নয় পরে তারা কী কাজ করবেন! #ইয়েমেন

@নেফারমাত: জনগণ, কে বলেছে আহমেদ আলী এবং আলী মোহসেন সেনাবাহিনীতে নতুন পদ পাবে না? গতকাল তারা কী পরিষ্কার এবং আনুষ্ঠানিকভাবে পদচ্যুত হয়েছে……? #ইয়েমেন

@ইয়েমেন৪(ফর)ফ্রিডম: এটা গত ৩৩ বছরের ইয়েমেনী রাজনীতির ভয়ংকরতম দুঃস্বপ্নের অবসানের সত্যিকারের শুরু  #ইয়েমেন #হাদি

@ইমোথানাইয়েমেন: ইয়েমেনের বিপ্লব এবং রূপান্তরের অসাধারণ দিন। দেশটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে সামরিক পুনর্গঠন অপরিহার্য। #হাদি

সাংবাদিক হাফেজ বুকারি আরো কঠোর পরিবর্তন প্রত্যাশা করেছিলেন। বিস্ময়ের সঙ্গে তিনি টুইট করেছেন:

@হাফেজবুকারি: জিপিসি (গণ কাউন্সিল) এখন সাবেক রাষ্ট্রপতি আলী সালেহ এর শেষ বৃহৎ যুদ্ধস্থল। প্রেসিডেন্ট হাদি কী সালেহকে জিপিসি’তে অধিগ্রহণ করতে সমর্থ হবেন? #ইয়েমেন

অন্য নেটনাগরিকরা এর পরিণতিকে ভয় পাচ্ছেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নতা এগুলোর মধ্যে একটি:

@ইমোথানাইয়েমেন: নিশ্চিতভাবেই সালেহ পাল্টা জবাব দিবেন কিন্তু পরিবর্তনকে পূর্বাবস্থায় ফিরিয়ে জন্যে খুব বেশি দেরী হয়ে গিয়েছে! #ইয়েমেন

@ইউসরাআলা: আজকে #হাদি’র  ডিক্রিতে সেনাবাহিনী পূনর্গঠণের পরে #ইয়েমেন-এ অনেক লোক বিদ্যুৎ চলে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে #ইয়েমেন অনেক ভালবাসা

@আফরাহনাসের
আজ রাতে রাষ্ট্রপতি হাদি #ইয়েমেন-এর সেনাবাহিনীকে নিয়মিতকরণের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আমি পাল্টা প্রতিক্রিয়া নিয়ে বেশি উদ্বিগ্ন।.

এবং প্রত্যাশিতভাবেই আজকে মারেব এলাকায় বিদ্যুৎবাহী গ্রীডগুলো সবসময়ের “অজ্ঞাত” হাত দ্বারা আরো একবার আক্রান্ত।

সারাহ জামাল টুইট করেছেন:

@সারাহ _সান’আ: সান’আতে এপর্যন্ত বিদ্যুৎ ছাড়া ৮টি ঘণ্টা.. গতকাল সেনাবাহিনী পুনর্গঠণের ডিক্রির পরে আমাদের প্রথম শাস্তি #ইয়েমেন

আজকে অনেক ইয়েমেনী মিশ্র আবেগ অনুভব করছে। কেউ উল্লসিত না হয়ে পারছে না যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হাদি এই পদক্ষেপ গ্রহণ করেছেন, আবার এরপরে কী হবে এবং এটা কী সামরিক বাহিনী থেকে সালেহ এর আত্মীয়দের পরিপূর্ণ বহিষ্কার নাকি শুধুই একটা রদবদল তা নিয়ে কেউ উদ্বিগ্ন না হয়ে পারছে না…. শুধুমাত্র সময়ই তা বলে দিবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .