- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপানে, অর্গানিক চাষাবাদের উপর চলচ্চিত্র উৎসব

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, খাদ্য, চলচ্চিত্র, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ

১৬ ডিসেম্বর, ২০১২-এ টোকিওর হোসেই বিশ্ববিদ্যালয়ের সাত্তা মিলনায়তনে অর্গানিক চাষাবাদের উপর আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব [1] অনুষ্ঠিত হয়। উৎসবে অংশগ্রহণকারী একজন আমা_সান [2] [জাপানী ভাষায়] টুইটারে মন্তব্য করেছে:

গতকাল আমি অর্গানিক চাষাবাদের উপর আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। আমি মাটির ক্ষমতা সম্বন্ধে জেনে বিস্মিত হয়েছি। বর্তমানে এবং আগামীতে আমরা মাটি থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু অবশেষে মাটির কাছে আবার ফিরে আসতে হবে, যেখান থেকে সকল কিছুর উৎপত্তি। শুনে আমি দারুণ মুগ্ধ হয়েছিলাম।


এই উৎসবে পরিবেশ, কৃষক এবং অর্গানিক চাষাবাদের উপর ১২ টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। যার মধ্যে ফুকুশিমার অর্গানিক চাষীদের উপর তৈরি করা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র তারপরেও আমরা বীজ বুনে যাই: ফুকুশিমার ঘটনা পরবর্তী সময়ে সেখানকার অর্গানিক চাষীদের কণ্ঠস্বর [3]“- প্রদর্শিত হয়।