সাউথ সি কনভারসেশন, চীনা কমিউনিস্ট পার্টির নতুন নেতা শি জিনপিং-এর রাজনৈতিক ভাষণের প্রতি মনোযোগ প্রদান করেছে, বিশেষ করে তার, বিদেশ নীতিতে “চীনা জাতির দুর্দান্ত পুনর্জাগরণ”-এর প্রয়োগ নামক ভাষণের উপর।
আমার কাছে মনে হচ্ছে যে এর সমান সম্ভাবনা রয়েছে যে শি জিনপিং-এ জাতীয়তাবাদী অলঙ্করণ-যুক্ত ভাষণ, যা ইতোমধ্যে দূর্নীতির বিরুদ্ধে গ্রহণ করা আকর্ষনীয় কর্মকাণ্ডের মাধ্যমে সমর্থিত হয়েছে, তা শি জেনপিং-কে খানিকটা সময় প্রদান করবে, যুক্তরাষ্ট্রের সাথে আরো সহযোগিতামূলক সম্পর্কের দিকে চীনের এগিয়ে নিয়ে যাওয়ার এবং/অথবা চীনের আঞ্চলিক প্রতিবেশীর সাথে চলমান দ্বন্দ্বের পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে, যদি এবং যখন সে মনে করবে যে বিষয়টি চীনের স্বার্থের অনুকূলে।