আর্জেন্টিনায়, ফিন দেল ক্যাপিটালিজম? স্যালভাখে? [পুঁজিবাদের বিদায় ঘন্টা? জানোয়ার ]-এ ব্লগার রাফায়েল ১৯ ডিসেম্বর, ২০১১-এ, সংঘঠিত কয়েকটি ঘটনার [স্প্যানিশ ভাষায়] স্মরণ করেছে:
১৯ [ডিসেম্বর] তারিখের রাতে, ওই জারজ [প্রাক্তন অর্থমন্ত্রী, ডোমিঙ্গো] কাভালো , যে কিনা ইতোমধ্যে পদত্যাগ করেছিল, সে টিয়ার গ্যাস নিয়ে রাস্তায় নেমে পড়ে এবং রাষ্ট্রের ভয়াবহ দমন শুরু হয়, আর [প্রাক্তন রাষ্ট্রপতি ফার্নান্দো]-এর আদেশে দে লা রুয়া আদেশে অনেক নাগরিককে খুন করা হয়, তাদের আজো কোন শাস্তি হয়নি।