মাইক’স বোগোটা ব্লগের ব্লগার মিগুয়েল কয়েকটি পরিস্থিতির তালিকা করেছেন যেগুলো মানুষকে ক্ষুব্ধ এবং বিস্মিত করে:
তাহলে, কেন খুব সহজে সকল প্রকার যান এবং কারখানা দিনের পর দিন আমাদের শরীরে বিষ ঢুকিয়ে যাচ্ছে, আর বলা যায় এর বিরুদ্ধে প্রায় কেউ করছে না। ?
সে কিছু ছবি প্রদর্শন করেছে এবং তার চিন্তার পরিসমাপ্তি টেনেছে এই বলে যে, “আমরা আশা করতে পারি যে বোগটায় দীর্ঘ সময় ধরে ভ্রাম্যমাণ চিমনির সাথে আমাদের বাস করতে হবে।