- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাতীয় দিবসে বাহরাইনীদের প্রতিবাদ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রাজনীতি

১৬ ও ১৭  ডিসেম্বর বাহরাইনে সরকারি ছুটি। প্রথম দিনটি হল জাতীয় দিবস আর পরের দিনটি হল বাদশাহ হামাদের ক্ষমতায় আরোহণের দিন। বেসরকারিভাবে ১৭ ডিসেম্বর শহীদ দিবস ও। রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে বিগত বছরগুলোতে যারা জীবন দান করেছেন তাঁদের স্মরণে এ দিবস পালিত হয়। যদিও অনেকেই দিবস দুটো উদযাপন করেছেন আবার অনেকেই এ অশান্ত আরব দেশটিতে বিক্ষোভ করতে রাস্তায় নেমে এসেছেন।

সানাবিসে বিক্ষোভের এ ছবিটি সৈয়দ হাসান টুইটারে শেয়ার করেছেন।

[1]

বিক্ষোভকারীদের ব্যানারে লেখাঃ “ শহীদ দিবস, সচেতনতা এবং দান [ টুইটারে @সানাবিসনিউজ-এ প্রকাশিত]

তিনি টুইট করেনঃ

@ডব্লিউএলইএক্সটিঃ [2] কয়েক মিনিট আগে জনগণ সানাবিসের রাস্তায় মিছিল করেছে

কয়েক মিনিট পর @মাজেনমাহদি [3] নামের একজন ফটো সাংবাদিক টুইট করেন যে সানাবিস থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছেঃ

@মাজেনমাহ [4]দিঃ পুলিশ আমাকে গ্রেফতার করছে #সানাবিস #বাহরাইন

মাহদি দু ঘণ্টা পর মুক্ত হয়- এবং বৃষ্টির মধ্যে হেটে তাঁকে তাঁর গাড়িতে উঠতে হয়।

@মাজেনমাহদিঃ [5] থানা থেকে মুক্তি পেলাম, যদিও মিডিয়া কার্ড ফেরত দেওয়া হয় নি, আমাকে হস্তান্তরের জন্য পুলিশের সঙ্গে গেলাম, তারা আমাকে বৃষ্টির ভেতর দিয়ে হেটে আমাকে গাড়ির কাছে প্রত্যাবর্তনের অনুমতি দিলেন

বুরি গ্রামের আরেকটি বিক্ষোভের [6] চিত্র @ ফেব১৪মিডিয়া [7] টুইট করেনঃ

A night protest in Boori [8]

বুরিতে রাত্রিকালীন বিক্ষোভ। টুইটারে @ফেব১৪মিডিয়া কর্তৃক শেয়ারকৃত 

গত ১৪ ফেব্রুয়ারি ২০১১ সালে বাহরাইনে শুরু হওয়া গণজাগরণ, বাহরাইনের রাজনৈতিক উন্নয়ন এবং প্রতিবাদের সংবাদ টুইট করা এ টুইটার একাউন্টে ব্যখ্যা করা হয়ঃ

بوري : انطلاق مسيرة غاضبة على الرغم من تساقط الأمطار

@ফেব১৪মিডিয়াঃ [6] বুরিঃ বৃষ্টি সত্বেও বিক্ষোভ ফুসে উঠেছে

মামীর গ্রামের আরেকটি বিক্ষোভের চিত্র ওয়াহাত_আলমামী [9]র টুইট করেছেন।

[10]

মামীর গ্রামের মধ্য দিয়ে নারী বিক্ষোভকারীদের মিছিল, @ওয়াহাত_আলমামীর কর্তৃক প্রকাশিত 

المعامير/رغم الأجواء الباردة وتساقط الأمطار احرار المعامير يخرجون في مسيرة غاضبة تأكيدا على الصمود

@ওয়াহাত_আলমামীরঃ [11] মামীরঃ ঠাণ্ডা আবহাওয়া এবং বৃষ্টি সত্বেও মামীরের মুক্ত জনগণ উত্তেজিত বিক্ষোভে অংশ নেয়

কারান্না গ্রামের বিক্ষোভের ভিডিও [12] কারান্নানিউজ [13] টুইট করেনঃ

সিত্রার ওয়াদেয়ান গ্রামে আরও একটি বিক্ষোভ [14]- শিরোনামে @ওয়াদেয়ানমিডিয়া [15] একটি ভিডিও টুইট করেঃ

আজ বাহরাইনে পুলিশ কর্তৃক বিক্ষোভকারীদের আহত করার কিছু ছবি [গ্রাফিক] মানবাধিকার কর্মী মারিয়াম আলখাজা [16] টুইট করেন। তিনি বলেনঃ

@মারিয়ামআলখাজাঃ [17] #বাহরাইনজাতীয়দিবসঃ চোখে আঘাতপ্রাপ্ত দুইজন তাঁদের দৃষ্টিশক্তি হারিয়েছেন… #বাহরাইনের জনগণ এ ধরণের উপহার পেয়ে অভ্যস্ত…