- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কিম কারদাশিয়ানের বাহরাইন সফর থেকে এখনও কম্পন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, কৌতুক, নাগরিক মাধ্যম, রাজনীতি

আমেরিকান সমাজকর্মী ও রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানের বাহরাইন সফর [1] এখনও সংবাদ ও সামাজিক মাধ্যমগুলোতে নতুন নতুন খবরের জন্ম দিচ্ছে।

নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ তাঁর কিছু ধারাবাহিক টুইটের মাধ্যমে এটা পরিষ্কার করে বলেছেন যে বাহরাইনের ভিসা না পেয়ে তিনি কতটা মর্মাহত হয়েছেন। কেননা ১লা ডিসেম্বর কারদাশিয়ান বাহরাইনে একটি মিল্কশেক দোকান উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন।

তিনি টুইট করেছেনঃ

@নিকক্রিস্টফঃ [2] কিম কারদাশিয়ান বলেছেন যে, সবারই #বাহরাইন যাওয়া উচিৎ  এইচটিটিপিঃ//ডব্লিউডব্লিউডব্লিউ.ওয়াশিংটনপোস্ট.কম/ব্লগস/ওয়ার্ল্ডভিউস/ডব্লিউপি/২০১২/১২/০৩/কেন-কিম-কারদাশিয়ানের-এই-অদ্ভুত-বাহরাইন-সফর-নিয়ে-সবাই-এতোটা-বিপর্যস্ত/ [3]… কিন্তু দমনকারী বাহরাইন আমাকে এখনো ভিসা দিতে অস্বীকার করছে।

তিনি ঠাট্টা করে বলেছেনঃ

@নিকক্রিস্টফঃ [4] হয়তো আমি গোপনে #বাহরাইনে ঢুকে পড়ার চেষ্টা করবো, যেন অনেককাল আগে হারিয়ে যাওয়া কারদাশিয়ানের ভাই। অথবা যেন মার্কিন অস্ত্র বিক্রেতা।

এবং অন্যান্যরা যখন অংশ নিল তখন তাঁর ঠাট্টাটি যেন আরো প্রাণবন্ত হয়ে উঠলঃ

@নিকক্রিস্টফঃ [4] অথবা যেন কোন কাঁদানে গ্যাসের ক্যানিস্টার? আরটি @এ্যাকারভিনঃ [5] @নিকক্রিস্টফ যেন একটি লম্বা মজাদার মিল্কশেকের জামা পরবেন এবং আপনি তাতে খুব খুশী হবেন।

বেশ কিছু মিডিয়া চ্যানেল সফরটি সম্পর্কে মন্তব্য করে বাহরাইনি নেট নাগরিকদের সামান্য আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। যেখানে অস্থিতিশীল বাহরাইনের বিভিন্ন অঞ্চলে মানুষকে হত্যা করা হচ্ছে সেখানে একজন টেলিভিশন তারকার বাহরাইন সফরের খবরটি কীভাবে সংবাদের শিরোনামের এতোটা জায়গা জুড়ে নেয় তা দেখে অনেকেই অবাক হয়েছেন।

মারওয়ান বিশারা টুইট করেছেনঃ

@মারওয়ানবিশারাঃ [6] কিমকে বিরক্ত করা বন্ধ করুন #কারদাশিয়ান রি #ইসরাইল #প্যালেস্টাইন #বাহরাইন (পৃথিবীর সুন্দরতম স্থান) তাঁর টুইটের অপেক্ষায় আছে #সিরিয়া, #সবার জন্য মিল্কশেক

বাহরাইনি কার্টুনিস্ট আলি আলবাজাজ [7] এই ছবিটি টুইট করেছেনঃ

[8]

“বাহরাইনে কিম কারদাশিয়ান” কার্টুনটি একেছেন আলি আলবাজাজ  [7]

 

এবং ৩ইয়াশ [9] বাহরাইন ও সৌদি আরবের সংযোগকারী কিং ফাহাদ বাঁধে যানজটকে দোষারোপ করে কারদাশিয়ানের বাহরাইন সফরের একটি ছবি [10] টুইট করেছেনঃ

[11]

কিং ফাহাদ বাঁধে যানজট। ছবিটি শেয়ার করেছেন @৩ইয়াশ

 

جسر البحرين زحمممة

@৩ইয়াশঃ [9] বাহরাইনের বাঁধটি ঘনবসতিপূর্ণ।