তুর্কমেনিস্তানে রাস্ট্র-পরিচালিত মিডিয়া রিপোর্ট ছাড়া কোনো খবর পাওয়া প্রায় অসম্ভব বলে সেখানে গুজবের ক্ষমতা অস্বাভাবিক। একটি ফেসবুক পোস্টে [তুর্কি ভাষায়] মার্কিন ডলারের ‘আসন্ন’ একটি পতন সম্পর্কে দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের আতংক সৃষ্টি করলে কিছু লোক তাদের ডলার স্থানীয় মুদ্রায় বিনিময় করতে ছুটে যায়। নিউইউরেশিয়া’র ম্যাগতিমগুলি প্যারাগি গুজবে নেটনাগরিকদের প্রতিক্রিয়াগুলো সংক্ষেপে তুলে ধরেছেন।