- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গণমাধ্যমের সমালোচনা করা হ্যাশট্যাগ টোকিওতে বহুল আলোচিত

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, রাজনীতি

Twitter Hashtag マスコミ断罪 [1]

টুইটারের বিশ্লেষণমূলক পরিষেবা টুইপল থেকে নেওয়া পর্দাছবি, হ্যাশট্যাগ #マスコミ 断罪 [অভিযুক্ত গণমাধ্যম]-কে আলোচিত হতে দেখাচ্ছে।

সাবেক স্যানকেই সংবাদপত্রে [2]র সাংবাদিক সুমিও ইয়ামাগিওয়া [3] পক্ষপাতমূলক প্রতিবেদনের জন্যে জাপানী গণমাধ্যমকে সমালোচনা করা #マスコミ断罪 [4] [জাপানী ভাষায়] হ্যাশট্যাগ টুইট করার জন্যে একটি অনলাইন প্রচারাভিযান সংগঠিত করেছেন। হ্যাশট্যাগ [5]টি জাপানী টুইটার ব্যবহারকারীদের মধ্যে ৯ই ডিসেম্বর, ২০১২ তারিখে মোটামুটি রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত একটি বহুল আলোচিত বিষয় ছিল।

কিছু কিছু টুইট গণমাধ্যমকে কোরীয় “সেবাদাসী [6]” উদ্ভাবনের দায়ে অভিযুক্ত করেছে এবং কিছু কিছুতে কোরীয় কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ে গণমাধ্যমকে দেশপ্রেমহীন অভিহিত করা বিদেশীবিদ্বেষী ঘৃণাত্মক বিবৃতি অন্তর্ভুক্ত ছিল। এখানে [7] জাপানী ভাষায় টুইটগুলোর একটি সংরক্ষিত তালিকা পাওয়া যাবে।