‘মিট দি স্টানস’: মধ্য এশিয়ার ভেতর দিয়ে এক যাত্রা

ভিমেও-তে রাখা ‘মিট দি স্টানস’ ভিডিওর একটি স্থিরচিত্র

যারা স্কেটিং করে এমন একদল কর্মীর জন্য ছয় সপ্তাহের জন্য মধ্য এশিয়ার সিল্ক রোডে যাওয়া অস্বাভাবিক বিষয়। এমনকি তাদের এ রকম যাত্রা নিয়ে একটি চলচ্চিত্র বানানো আরো অস্বাভাবাবিক ঘটনা। আর এ কারণে ‘মিট দি স্টানস’ নামের চলচ্চিত্রটি তৈরি হয়েছে। এই ৩০ মিনিটের চলচ্চিত্রে স্কেটিং করা একদল কর্মীর চীন,কাজাখস্তান,কিরগিজস্তান,উজবেকিস্তান, এবং আফগানিস্তান ভ্রমণের দৃশ্য ধারণ করা হয়েছে। ব্লগার বাখরাম মানানোভ এই চলচ্চিত্রটিকে অসাধারণ এবং এটি দর্শনযোগ্য হিসেবে সুপারিশ করেছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .