- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কাজাখস্তানঃ দৃশ্যত শক্তিশালী, কার্যত দূর্বল?

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, কাজাখস্তান, নাগরিক মাধ্যম, রাজনীতি

বহির্বিশ্বে নিজেকে যেভাবে চিত্রিত করে কাজাখস্তান কি আসলে সে রকম শক্তিশালি? রেজিস্ট্রেশন.নেট–এ জোশুয়া ফস্ট ধারণা প্রদান করেছে [1] যে সম্ভবত বিষয়টি সে রকম নয়:

কাজাখস্তানের এখনো গঠন হওয়ার পর্যায়ে থাকা রাজনৈতিক বিরোধীদের উপর খামখা হামলা, ক্রমবর্ধমান, আত্মবিশ্বাস, তারুণ্য, গতিশীল রাষ্ট্রের আচরণ নয়, যা কিনা নিশ্চিতভাবে কাজাখস্তান হতে চায়। এটা হচ্ছে দূর্বল, নিরাপত্তাহীনতায় ভোগা, ভয়াবহ শঙ্কিত শাসকের আচরণ। যা কিনা অদূর ভবিষ্যতে সম্ভাব্য বিপজ্জনক এক ঘটনায় পরিণত হতে পারে… …