- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইন্দোনেশিয়া সাইবার হুমকি তালিকার শীর্ষে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি

প্রায় প্রতি চারজনে একজন ইন্দোনেশীয় ব্যবহারকারী প্রতি তিনমাসে তাদের মেশিন একবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব হুমকির বেশিরভাগ ট্রোজান হর্স (ছদ্মবেশী অপ্রয়োজনীয়/ক্ষতিকর অ্যাপ্লিকেশন) এবং ম্যালওয়ার (সমস্যাযুক্ত সফ্টওয়্যার) সংক্রমিত সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনের কারণে

ই-উইক পত্রিকা বিশ্ব সাইবার নিরাপত্তা হুমকি উপর ২০১৩ সালের সোফোস রিপোর্ট প্রকাশ করেছে। ওয়েবে প্রবেশের বিবেচনায় ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে ঝুঁকি পূর্ণ দেশ [1] হিসেবে রিপোর্ট করা হয়েছে।