এলজে ব্যবহারকারী সেভেৎলানা আস্তাখোভা তার পাঠকদের উজবেকিস্তানের শহর সমরখন্দের এক অজানা রাস্তা পরিভ্রমণে নিয়ে যান [রুশ ভাষায়], যে শহরটি কিনা এক সময় সিল্ক রোড নামের এক প্রাচীন যাত্রা পথের কেন্দ্রে অবস্থান করত। এই শহরের বিখ্যাত সব স্থাপনার ছবি পোস্ট করার বদলে ভদ্রমহিলা সমরখন্দের অপরিচিত এলাকা কেমন তা তুলে ধরছে।