মিশরে বিপ্লবী চেতনা চকচকে হয়ে উঠছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ রাষ্ট্রপতি মোহাম্মদ মোর্সির ক্ষমতা দখলকে – তার সাম্প্রতিক সিদ্ধান্ত তাকে ব্যাপক সিদ্ধান্ত-নেওয়ার ক্ষমতা দিয়েছে। এই সিদ্ধান্ত দেশব্যাপী বিক্ষোভ উস্কে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি প্রাসাদের চারিদিকে অনুষ্ঠিত একটি অবস্থান ধর্মঘট।
মিশরীয় বিপ্লবের শুরু থেকে ক্যামেরার মাধ্যমে সমস্ত প্রধান প্রধান ঘটনা নথিবদ্ধ করা আলোকচিত্রশিল্পী জোনাথন রাশাদ নিচের ছবিগুলো ভাগাভাগি করেছেন, যেগুলো সেই গল্পটি বলছে তার ফ্লিকার অ্যাকাউন্টে।
নির্বাচিত কয়েকটি এখানে দেওয়া হলো:
প্রাসাদের সামনের অবস্থান ধর্মঘটটি আক্রান্ত হয়েছে ৫ই ডিসেম্বর তারিখে। এতে ৬ জন মারা যায় এবং আহত হয় আরো অনেকে। মোর্সি সমর্থকদের হাতে মোর্সি-বিরোধী বিক্ষোভকারীদের অত্যাচারিত হওয়ার সাক্ষ্য-প্রমাণ পরবর্তীতে সামনে আসতে থাকে। বিক্ষোভকারীদের সামনে এগিয়ে যাওয়া প্রতিরোধের জন্যে প্রাসাদের চারিদিকে বিভিন্ন রকম দেওয়াল তোলা হয়। এসব দেওয়ালগুলিও দেওয়াল লিখন শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।