মিশর: রাষ্ট্রপতির প্রাসাদ প্রাচীরে দেওয়াল লিখন

মিশরে বিপ্লবী চেতনা চকচকে হয়ে উঠছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ রাষ্ট্রপতি মোহাম্মদ মোর্সির ক্ষমতা দখলকে – তার সাম্প্রতিক সিদ্ধান্ত তাকে ব্যাপক সিদ্ধান্ত-নেওয়ার ক্ষমতা দিয়েছে। এই সিদ্ধান্ত দেশব্যাপী বিক্ষোভ উস্কে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি প্রাসাদের চারিদিকে অনুষ্ঠিত একটি অবস্থান ধর্মঘট।

মিশরীয় বিপ্লবের শুরু থেকে ক্যামেরার মাধ্যমে সমস্ত প্রধান প্রধান ঘটনা নথিবদ্ধ করা আলোকচিত্রশিল্পী জোনাথন রাশাদ নিচের ছবিগুলো ভাগাভাগি করেছেন, যেগুলো সেই গল্পটি বলছে তার ফ্লিকার অ্যাকাউন্টে

নির্বাচিত কয়েকটি এখানে দেওয়া হলো:

দেওয়াল লিখনে রাষ্ট্রপতি মোর্সিকে একটি রক্তের সমুদ্রে সাঁতার কাটা একটি অক্টোপাস হিসেবে দেখানো হয়েছে।  (সিসি বাই-এনসি-এসএ ২.০)

‘ভেড়াদের ছাড়ো’, মুসলিম ব্রাদারহুডের আচরণকে একটি পালের মতো ইঙ্গিত করে রাষ্ট্রপতি মোর্সিকে নির্দেশ করা হয়েছে। (সিসি বাই-এনসি-এসএ ২.০)

graffiti over Egypt presidential palace walls

‘চলে যাও, গাধা’ ‘জারজ’  (সিসি বাই-এনসি-এসএ ২.০)

Depiction of military police, accused of committing grave human rights violations against protesters during transition period in Egypt

সামরিক পুলিশকে চিত্রায়ণ, মিশরের ক্রান্তিকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লংঘনের অভিযোগ করে (সিসি বাই-এনসি-এসএ ২.০)

প্রাসাদের সামনের অবস্থান ধর্মঘটটি আক্রান্ত হয়েছে ৫ই ডিসেম্বর তারিখে। এতে ৬ জন মারা যায় এবং আহত হয় আরো অনেকে। মোর্সি সমর্থকদের হাতে মোর্সি-বিরোধী বিক্ষোভকারীদের অত্যাচারিত হওয়ার  সাক্ষ্য-প্রমাণ পরবর্তীতে সামনে আসতে থাকে। বিক্ষোভকারীদের সামনে এগিয়ে যাওয়া প্রতিরোধের জন্যে প্রাসাদের চারিদিকে বিভিন্ন রকম দেওয়াল তোলা হয়। এসব দেওয়ালগুলিও দেওয়াল লিখন শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

'Your walls won't protect you from the revolutionaries'

”তোমার দেওয়াল বিপ্লবীদের হাত থেকে তোমাকে রক্ষা করবে না’ (সিসি বাই-এনসি-এসএ ২.০)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .