- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনা-মার্কিন শিশুরা চীনে পরিত্যাক্ত

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, জাতি-বর্ণ, দেশান্তর ও অভিবাসন, নাগরিক মাধ্যম, শিক্ষা

চীনের বড় বড় শহরগুলোতে অভিবাসী কর্মী হিসেবে কাজ করা পিতামাতাদের গ্রামাঞ্চলে ফেলে রেখে আসা এধরনের শিশুদের বুঝাতে পরিত্যাক্ত শিশু শব্দটি ব্যবহৃত হয়। তবে দক্ষিণ চীনে ফুজিয়ান প্রদেশে স্বল্প বেতনে কর্মরত অন্যান্য দেশের অবৈধ অভিবাসী (প্রধানতঃ মার্কিন) পিতামাতার পরিত্যাক্ত প্রায় ১০,০০০ বিদেশী শিশু রয়েছে। এসব শিশুদের পিতামাতারা এদের বিদেশে লালন-পালনে সমর্থ না হওয়ায় মাত্র কয়েক মাস বয়সে এদের চীনে ফেরত পাঠানো হয়। অফবিট চায়না (অন্যরকম চীন) [1] প্রচুর ছবিসহ কাহিনীটি চীনা মিডিয়া [2] [চীনা ভাষায়]  থেকে নিয়েছে।