ব্রোকেন স্কুটারের ম্যায় তোকি জনসম্মুখে নারীরা ইভ-টিজিং, যৌন হয়রানী মোকাবেলায় যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা উল্লেখ করেছে। ভারতে এই বিষয়ে আইন রয়েছে, কিন্তু তা যাথাযথভাবে ইভ-টিজিংকে ব্যাখ্যা করে না এবং এই ক্ষেত্রে যে জরিমানা ধার্য্য করা হয় তা অতি সামান্য।