বসনিয়া ও হার্জেগোভিনায় প্রতিবন্ধীদের জন্য অনলাইন টুলস

ইউএনডিপির ভয়েস ফ্রম ইউরোশিয়া একটি নতুন ওয়েব ভিত্তিক টুলস সম্বন্ধে লিখেছে, যার উদ্দেশ্য হচ্ছে বসনিয়ায় ও হার্জেগোভিনায় প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের অধিকার বিষয়টি তুলে ধরা:

  • ভিসে মোগুকোনস্টি [বসনীয় ভাষায়], প্রতিবন্ধীদের জন্য এক ওয়েব পোর্টাল, “যা বৈষম্যের সংবাদ প্রদান করা, প্রকল্পের আইডিয়াগুলো তুলে ধরা এবং নীতি পরিবর্তন বিষয়ে পরামর্শ প্রদানের জন্য”;
  • পূর্ব–ইউরোপের ই-এক্সসেবিলিটির একটি সংবাদ [ইংরেজি ভাষায়], যা কিনা “বিভিন্ন ভাবে দেখাচ্ছে, সমাজের অংশ গ্রহণের বাঁধা অপসারণে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা যেতে পারে”।;
  • >ডাট –সি [ইংরেজী], একটি সাহায্য করার জন্য তৈরি করা প্রযুক্তির ডাটাবেজ, যারা সাথে এক সাহায্যমূলক নির্দেশিকা রয়েছে যা দক্ষিণ-পূর্ব এবং পূর্ব ইউরোপের প্রতিবন্ধীদের “ সাহায্য করার ধরন সম্পন্ন প্রযুক্তি (যেমন গতিশীল এবং শ্রুতিবৃদ্ধিতে সাহায্য করে এমন যন্ত্র, কথা চিহ্নিতকরণ সফটওয়্যার) টাইপ, তাদের প্রাপ্তি এবং মূল্যের তালিকা জানার ব্যাপারে সাহায্য করবে, মূলত প্রদানকরা তথ্যকে চিহ্নিত করা উদ্দেশ্য তা করা হয়েছে।;
  • বসনিয়ার অটিজম শিশুদের জন্য প্রথম বসনীয় ভাষায় শিক্ষামূলক সফটওয়্যার [বসনীয় ভাষায়];
  • ইনফোসার্ভিস.বা [বসনীয় ভাষায়], একটি ওয়েবসাইট যা কিনা দৃষ্টিশক্তি সমস্যা দেখা দিয়েছে এমন ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে, যে সাইটের মধ্যে রয়েছে সংবাদ লেখা এবং সম্পাদনার একটি টিউটেরিয়াল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .