- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নিরক্ষীয়-গিনির স্বৈরশাসকের নামে বেনিন বিশ্ববিদ্যালয়ের নামকরণ

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, ইকুয়াটোরিয়াল গিনি, বেনিন, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, উন্নয়ন, নাগরিক মাধ্যম, যুবা, শিক্ষা, সরকার

এখন আপনি তাকে ড. তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো ডাকতে পারেন।

মাইগ্যাব.টিভি রিপোর্ট করেছে যে [1] [ফরাসী ভাষায়] ইউনিভার্সিতে ইন্তারন্যাসিওনাল দু বেনা (বেনিন বিশ্ববিদ্যালয়) ইউপিআইবি-কে নিরক্ষীয়-গিনির স্বৈরশাসকে [2]র নাম অনুসারে এখন তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো বিশ্ববিদ্যালয় বলা হবে। তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো বেনিনের অনেক স্কুলের পৃষ্ঠপোষক [3]  [ফরাসী ভাষায়] এবং অভিষেক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টি থেকে একটি অনারিস কসা (পরীক্ষা ছাড়া এবং সম্মানসূচক) ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।