নিরক্ষীয়-গিনির স্বৈরশাসকের নামে বেনিন বিশ্ববিদ্যালয়ের নামকরণ

এখন আপনি তাকে ড. তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো ডাকতে পারেন।

মাইগ্যাব.টিভি রিপোর্ট করেছে যে [ফরাসী ভাষায়] ইউনিভার্সিতে ইন্তারন্যাসিওনাল দু বেনা (বেনিন বিশ্ববিদ্যালয়) ইউপিআইবি-কে নিরক্ষীয়-গিনির স্বৈরশাসকের নাম অনুসারে এখন তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো বিশ্ববিদ্যালয় বলা হবে। তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো বেনিনের অনেক স্কুলের পৃষ্ঠপোষক  [ফরাসী ভাষায়] এবং অভিষেক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টি থেকে একটি অনারিস কসা (পরীক্ষা ছাড়া এবং সম্মানসূচক) ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .