বলিভিয়ার সাইবার একটিভিস্টরা দেশটিতে সম্ভাব্য একটি বেআইনী কিউআর কোড হিসাবে পরিচিত কুইক রেসপন্স কোড ব্যবহার পেটেন্ট উন্মোচনে সম্মিলিতভাবে কাজ করেছে।
এই মাসের শুরুর দিকে বলিভিয়ার নেটনাগরিক @হার্মানি [স্প্যানিশ ভাষায়] টুইটারে বলিভিয়াতে অভিযুক্ত কিউআর কোডটির পেটেন্টকৃত ব্যবহারের অনুসন্ধান করলে কৌতূহল সৃষ্টি হয়:
@hermany: ¿Alguien la Paz me puede decir si Advice Marketing Ltda. patentó los QR y hay que pagarles a ellos por el uso? #Boliva #Tech #fraude?
@হার্মানি: লা পাজের কেউ কী আমাকে বলতে পারেন এডভাইস মার্কেটিং লিঃ কিউআর কোড পেটেন্ট করেছে কিনা এবং সেগুলো ব্যবহারের জন্যে এই কোম্পানীকে টাকা দিতে বাধ্য কিনা? #বোলিভা #টেক #জালিয়াতি?
কোম্পানীটির ওয়েবসাইট তাদের ওয়েবসাইট থেকে পেটেন্ট ঘোষণাটি প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু এক্টিভিস্ট ড্যানিয়েল কোটিলাস (@ড্যানিকোটিলাস) [স্প্যানিশ ভাষায়] সেটা ধারণ করে তার একটি পর্দাছবি ভাগাভাগি করেছেন [স্প্যানিশ ভাষায়]।
#কিউআরকিউআরবলিভিয়া হ্যাশট্যাগের মাধ্যমে সম্মিলিতভাবে প্রশ্ন করার পর এল আল্টো থেকে ব্লগার মারিও দুরান জাতীয় মেধাস্বত্ত্ব পরিষেবা [স্প্যানিশ ভাষায়] (স্প্যানিশ ভাষাতে সেনাপি) এবং কোম্পানিটির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে।
মারিও তার ব্লগে [স্প্যানিশ ভাষায়] “বলিভিয়াতে কী কিউআর কোডের ব্যবহার পেটেন্ট করা যেতে পারে?” এই প্রশ্নের মাধ্যমে মামলাটি সম্পর্কে নিয়মিত আপডেট পোস্ট করে যাচ্ছেন।
মারিও’র সংগৃহীত তথ্য অনুসারে এডভাইস মার্কেটিং আনুষ্ঠানিকভাবে বলেছে [স্প্যানিশ ভাষায়, পিডিএফ] যে তাদেরকে শুধু আগাম জানিয়েই কিউআর কোড প্রকাশ্যে ব্যবহার করা যাবে। এদিকে সেনাপির কর্মকর্তারা নিশ্চিত করেছে [স্প্যানিশ ভাষায়] যে কোম্পানীটি গত সেপ্টেম্বর, ২০১২-তে পেটেন্টের জন্যে আাবেদন করেছে; তবে সেনাপি এই বিষয়ে কোন সমাধান জারি করেনি (আইনগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানোর সময়কাল ১৮মাস।) সুতরাং এই ধরনের পেটেন্ট অথবা সীমাবদ্ধতা প্রযোজ্য নাও হতে পারে।
আগামী মাসগুলোতে মামলাটির আরো অগ্রগতি হবে, তাই বলিভিয়ার সাইবার একটিভিস্টরা নিশ্চয়ই এই বিষয়ে একটি ঘনিষ্ট নজর রাখবে। আপনি #কিউআরবলিভিয়া হ্যাশট্যাগের মাধ্যমে তাদের আলোচনা অনুসরণ করতে পারেন।