মৌসুমী ঝড় পাবলো দক্ষিণ ফিলিপাইনে ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছে

৪ঠা ডিসেম্বর, ২০১২ তারিখে শুরু হওয়া মৌসুমী ঝড় পাবলো (আন্তর্জাতিক নাম: বোফা) দক্ষিণ ফিলিপাইন দ্বীপপুঞ্জের মিন্দানাও, লেইতে, সেবু এবং নেগ্রোসের বিভিন্ন অংশে ধ্বংসের একটি চিহ্ন রেখে গিয়েছে। পাবলো এপর্যন্ত মিন্দানাওতে আঘাত করা সবচেয়ে শক্তিশালী টাইফুন যার ধ্বংসলীলা শুধু গত বছরের এই ডিসেম্বরেই এই দ্বীপটিতে আঘাত করা টাইফুন সেনডঙ-এর সঙ্গে তুলনীয়। পাবলো এখন পালাওয়ান দ্বীপের সমুদ্র উপকূলের শত শত কিলোমিটার দূরে এবং দেশ থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছে। ৭ই ডিসেম্বর পর্যন্ত পাবলো অন্ততঃ ৪১৮ জন নিহত, ৪৪৫ জন আহত এবং ৩৮৩ জনকে নিখোঁজ করে গিয়েছে।

টাইফুন পাবলো চলার পথে প্রচন্ড বেগে বাতাস, ভারী বৃষ্টিপাত, তড়কা বন্যা এবং ভূমিধ্বসের তীব্র আঘাতে দরিদ্র কৃষকরা তাদের অধিকাংশ ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মিন্দানাওয়ের সুরিগাও ডেল সুর, দাভাও ওরিয়েন্টাল এবং কম্পোস্তেলা উপত্যকা। পাবলোর উথলিয়ে নিয়ে আাসা পানি এবং কম্পোস্তেলা উপত্যকার পাহাড়গুলো থেকে কাদায় নিউ বাতআন শহরের ১০১ জন অধিবাসী মারা গিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগসমূহের ধ্বংসের মাত্রা ক্রমেই আরো খারাপ হয়ে ওঠার জন্যে অনেকেই ফিলিপাইন সরকারের বিভিন্ন বিদেশী খনিজ আহরণ কর্পোরেশন, অনুমোদিত কাঠ সংগ্রহকারী এবং তাদের স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের পরিবেশগত লুঠতরাজ বন্ধ না করতে পারার ধারাবাহিক ব্যর্থতাকে দোষারোপ করছে, যেমন করেছিল সেনডঙ-এর মতো সাম্প্রতিক দূর্যোগগুলোতে। কিয়েরোসাবের-এর (আমি জানতে চাই) উল্লেখ করেছে:

২০১১ সালের টাইফুন সেনডঙ এবং ২০১২ সালের পাবলো পরবর্তী ফলাফলের মধ্যে মিল খুবই স্পষ্ট। বেশিরভাগ মৃত্যু ঘটেছে ঘণ্টার পর ঘণ্টা মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট তড়কা বন্যা এবং ভূমিধ্বসে…

আমরা কী বেআইনি কাঠ কাটার ফলে নগ্ন বন সৃষ্ট ধ্বংসযজ্ঞের ফুটেজ (ভিডিও ছবি) দেখিনি? তড়কা বন্যার সময় নদীপথ এবং ঢাল বেয়ে নিচে নেমে আসা নানা আকার-আকৃতির অগণিত কাঠের টুকরোর সামনে পড়ে সবকিছু ধ্বংস হওয়া সম্পর্কে কে কী বলতে পারে? পাহাড়ের উপর পরিত্যাক্ত গাছের গুঁড়িগুলোর ছবি যেখান থেকে প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে জলপ্রপাতের মতো বয়ে যাওয়া কাঠের টুকরোগুলো সম্পর্কে কে কী বলতে পারে?

এদিকে, টাইফুনের প্রভাব পর্যবেক্ষণ ও ত্রাণ প্রচেষ্টা সমন্বয় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্যে সামাজিক মিডিয়ার ব্যবহার একটি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। ৪২৫৩ ওয়েবে পাওয়া টাইফুন সংক্রান্ত সমস্ত মানচিত্র সম্পদ তালিকাভুক্ত করেছে।

জাতিসংঘ দুর্যোগে সাড়া দেওয়ার প্রচেষ্টাকে সমর্থনের উদ্দেশ্যে টাইফুন পাবলো সম্পর্কে প্রাসঙ্গিক টুইট সংগ্রহের জন্যে একটি প্রচেষ্টা শুরু করেছে। এর মধ্যে টুইটে ভাগাভাগি করা ছবি ও ভিডিওগুলো সনাক্তকরণ এবং তারপর স্থান চিহ্নিতকরণ, সময় নির্ধারণ এবং এই কন্টেন্টটের শ্রেণী বিভক্তকরণ অন্তর্ভূক্ত।

দূর্যোগের প্রভাব কমানোতে সাহায্য করার জন্যে প্রগতিশীল আইনপ্রণেতা টেডি ক্যাসিনো হাউজ বিল ৫৬৬০ বা বিনামূল্যের মোবাইল সতর্কীকরণ আইন উত্থাপন করেছেন। প্রস্তাবিত আইনটি চালু হলে মোবাইল ফোন কোম্পানীগুলো দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে নাগরিকদের বিনামূল্যে টেক্সট (লিখিত) সতর্কতা প্রদানে বাধ্য হবে।

এখানে টাইফুন পাবলো সংক্রান্ত আরো কিছু ছবি এবং টুইট রয়েছে:

A damaged bridge in Caraga region

কারাগা অঞ্চলের ক্ষতিগ্রস্ত একটি সেতু। ছবি @ইটসমেসেলিনি

evacuation in mindanao

মিন্দানাওতে ৪০ হাজার মানুষ আশ্রয়স্থলে স্থানান্তরিত হয়েছে। ছবি @রবার্তোল্যাপ্রাদে

Strong winds batter Negros Island

প্রচন্ড বেগে বাতাস নেগ্রোস দ্বীপে আঘাত হানছে। ছবি @বিবিজ্জি

Impact of the storm in Compostela Valley

কম্পোস্তেলা উপত্যকায় ঝড়ের প্রভাব। ছবি, মায়োং বুন্তাগ মিন্দানাও (সুপ্রভাত মিন্দানাও) এর ফেসবুক পৃষ্ঠায় লেন মার্সেলো জিংকোন

ঝড় সম্পর্কে কিছু টুইটার প্রতিক্রিয়া:

@নাতাশিয়া_জি: আমি আমার জীবনে কমভ্যালে (কম্পোস্তেলা উপত্যকায়) কখনো এমন দৃশ্য দেখিনি। এ যাবৎ কালে। গাছ, ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে মৃতদেহ। খুবই বেদনাদায়ক।

@আমিসুপারবিয়াংকা: প্রার্থণা করি #পাবলোপিএইচ আক্রান্তরা যেন আজ রাতে উষ্ণ, শুষ্ক, নিরাপদ এবং সুস্থ থাকে।

@venzie: Sa mga kababayang binayo ng trahedya at pagsubok, nawa'y maging kalinga ng pagdadamayan at sama-samang pagkilos! Mahigpit na yakap po!

@ভেনজি: বিয়োগান্তক ঘটনা এবং সংগ্রামে আক্রান্ত সবাই, আশা করি পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রয়াসে আপনাদের আশ্রয় মিলবে! আলিঙ্গন গ্রহণ করুন!

হ্যাশট্যাগ #পাবলোপিএইচ ব্যবহার করে টাইফুন পাবলো সংক্রান্ত আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য অনুসরণ করা যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .