- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

লাও স্টার্টআপ আসিয়ান পুরস্কার জিতেছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, লাওস, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি

লাওস-ভিত্তিক একটি স্টার্টআপ (প্রারম্ভিক ব্যবসা উদ্যোগ) লাও আইটি ডেভ [1] ডিজিটাল কনটেন্ট শ্রেণীতে ১ম আসিয়ান আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পুরস্কার জিতেছে [2]। এটি ই-কর্ণার [3] ম্যাগাজিনটি প্রকাশ করে যা লাওসের আইটি (তথ্যপ্রযুক্তি) সংক্রান্ত খবরে প্রধান উৎস।